
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সশরীরে ক্লাস নেওয়া বন্ধ ঘোষণা করল বুয়েট। আজ ২ জুলাই (শনিবার) থেকে এ ছুটি কার্যকর হবে। এ সময় অনলাইনে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন# শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু ৩ জুলাই থেকে
সারাদেশে করোনার সংক্রমণের প্রকোপ কমে আসায় সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস শুরু হয়েছিল। হঠাৎ করে আবারও সংক্রমণের হার বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জুলাইয়ের ২ তারিখ থেকে স্নাতকোত্তর পর্যায়ের অনুষ্ঠিতব্য সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।
#আরও পড়ুন: চবিতে সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরিস্থিতি বিবেচনায় আবার কবে শ্রেণিকক্ষে পাঠদান হবে সেটা পরবর্তী সময়ে নির্দেশনা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আন্ডারগ্র্যাজুয়েশনে যারা আছে তাদের ইদের ছুটি শুরু হয়েছে। স্নাতকোত্তর এবং পিএইচডির যে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ঈদের আগে এক সপ্তাহ অনলাইনে ক্লাস হবে। পরিস্থিতি বিবেচনায় ইদের পরে আমরা আবার অফলাইনে যাব।”
#আরও পড়ুন: জুমার নামাজের পর অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা!