জাতীয়সন্দেশ

সহকর্মীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ সদস্য কারাগারে!

ভোলায় পরকীয়া প্রেমের জেরে এক সহকর্মীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে সাগর নামের অপর এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দার অভিযুক্ত সাগরের জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। সাগর ভোলা জেলা প্রশাসকের দেহরক্ষীর দায়িত্বে থাকা সাবেক গানম্যান ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, প্রায় তিন মাস আগে সাগর তার পূর্বপরিচিত অপর এক পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন# চাকরির কথা বলে তরুণীকে গণধ’র্ষণ, গ্রেফতার ৩

এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে ভোলা থানায় গত ২০ জুন মামলা দায়ের করেন। মামলার পরপরই সাগরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এদিকে মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত সাগর হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে হাজতের বাইরে ছিলেন। আজ মঙ্গলবার ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

 

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।