ক্রিকেটখেলাধুলা

সাংবাদিকের ফোন কেড়ে নিতে চেয়েছিলেন রমিজ রাজা!

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার সাথে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। স্বাভাবিকভাবেই মন ভালো নেই পিসিবি চেয়ারম্যানের। সেদিন ম্যাচ শেষে ভারতীয় এক সাংবাদিকের ওপর বেজায় চটেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। সেই সাংবাদিকের ফোন কেড়ে নেয়ার চেষ্টা করতেও দেখা যায় তাকে। পিসিবি চেয়ারম্যানের এমন আচরণে সমালোচনার ঝড় বইছে চারদিকে।

এবারের এশিয়া কাপে ভারত পাকিস্তানের লড়াই ছিল সমানে সমান। গ্রুপ পর্বের লড়াইয়ে ভারত জিতলেও সুপার ফোরে রোহিত শর্মার দলকে হারিয়ে প্রতিশোধ নেয় পাকিস্তান। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও মাঠের বাইরে দুদলের উত্তাপ কমেনি এখনও। সুপার ফোর থেকেই বিদায় নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে কটাক্ষ করে অনেক পাকিস্তানি সমর্থক।

আরও পড়ুন: শেয়ার বাজার কারসাজিতে ফেঁসে যাচ্ছেন সাকিব!

আসরের ফাইনালে লঙ্কানদের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় পাকিস্তানের। সুযোগ পেয়ে ভারতীয় সমর্থকরাও ছাড় দেয়নি পাকিস্তানকে। পাক সমর্থকরা এই হারে বেজায় হতাশ। সমালোচনায় মুখর সাবেক ক্রিকেটাররাও। শোয়েব মালিক, কামরান আকমলরা দল নির্বাচনে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। আর এতে ব্যাপক চাপের মুখে আছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

সুযোগ পেয়ে সেই ঠাট্টা তামাশার কিছুটা বদলা নেওয়ারই হয়তো চেষ্টা করেছিলেন ভারতীয় এক সাংবাদিক। এজন্য রমিজ রাজাকে ভারতীয় সেই সাংবাদিক প্রশ্ন করেন, জনগণ বেশ অসন্তুষ্ট, তাদের জন্য কোনো বার্তা? আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন রমিজ। তেড়ে ফুড়ে যান সেই সাংবাদিকের দিকে। পরে তার ফোন কেড়ে নেয়ারও চেষ্টা করেন তিনি। এমন অপেশাদার আচরণের জন্য অনেকেই সমালোচনা করছেন সাবেক এই ক্রিকেটারের।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।