ক্রিকেটখেলাধুলা

সাকিবের বাবার নাম ভুল, ক্রিকেটের বাইরের বিষয়: সুজন!

বিতর্ক যেনো কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের। বেটউইনার বিতর্কের পর শেয়ারবাজার কারসাজির অভিযোগ ওঠা সাকিবের বিরুদ্ধে আবারও উঠেছে নতুন অভিযোগ।

সম্প্রতি দেশের একটি দৈনিক পত্রিকা দাবি করে, শেয়ারবাজারে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংয়ের নথিপত্রে সাকিব তার বাবার নাম ভুল উল্লেখ করেছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) মিরপুরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, এই ঘটনাটি সম্পূর্ণভাবে ক্রিকেটের বাইরের বিষয়।

আরও পড়ুন: বাবার নাম জালিয়াতির অভিযোগ সাকিবের বিরুদ্ধে!

সুজন জানান, ‘সম্পূর্ণ একটা বাইরের ব্যাপার। যাকে (সাকিব) নিয়ে আপনারা বলছেন, তিনি নিজেও এখন দেশের বাইরে আছেন, আমি যতটুকু জানি। এ বিষয়গুলো সেভাবে আমাদের কাছে আসে না। আপনারা যেভাবে শুনেছেন আমরাও সেভাবেই শুনেছি। এ মুহূর্তে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব না।’

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে সাকিব বর্তমানে গায়ানায় অবস্থান করছেন। এ মৌসুমে তিনি গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন। সেক্ষেত্রে দুবাইয়ে সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

এই ব্যাপারে প্রশ্ন করলে সুজন বলেন, ‘না কোনো আপডেট নেই, সাকিবের থাকা না থাকা নিয়ে। আগেও বলেছি, তাকে আমরা এনওসি দিয়েছি অনেক আগেই, বাইরের একটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য। যেহেতু এটা আমাদের হুট করে নেয়া সিদ্ধান্ত যে, একটা ট্যুর করব, সে ক্ষেত্রে তাকে সিরিজে রাখা হবে কি-না, সেটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।