খেলাধুলাফুটবল

সাফজয়ী মেয়েদের লাগেজ ভেঙে নগদ অর্থ চুরি!

দেশে ফেরার পর বিমানবন্দরে সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দুই সদস্য কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহারের লাগেজ ভেঙে ডলার ও টাকা চুরি হয়েছে। দুজনের প্রায় দেড় লাখ টাকার মতো চুরি হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া দলের অন্যান্য সদস্যদের লাগেজও পাওয়া গেছে ভাঙা অবস্থায়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে ফুটবলারদের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নেপালে ইতিহাসগড়া সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর সেখান থেকে রাজকীয় সংবর্ধনা দিয়ে ছাদখোলা বাসে তাদের নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে। এরই মধ্যে বিমানবন্দরে ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা। কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার, টাকা ও উপহারসামগ্রী চুরির ঘটনা ঘটে সেখানে।

আরও পড়ুন: অসুস্থ হয়ে ছাদখোলা বাস থেকে হাসপাতালে ঋতুপর্ণা!

বাফুফের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সাফজয়ী নারী দলের সদস্য কৃষ্ণা রানি সরকারের ব্যাগ থেকে ৫০০ ডলার (প্রায় ৫২ হাজার টাকা) এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। সামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে হারিয়েছে ৪০০ ডলার (প্রায় ৪২ হাজার টাকা)।

অন্যদিকে দলের কোচ গোলাম রব্বানি ছোটন জানিয়েছেন, মার্জিয়ার ব্যাগ থেকে কিছু সংখ্যক নেপালি মুদ্রা হারানোর কথা। এ ছাড়াও অনেকের লাগেজের তালা ভাঙা ছিল বলেও জানা যায়। যেখানে শাড়ি, প্রসাধনীসহ বিভিন্ন মূল্যবান উপহার সামগ্রী ছিল।

বুধবার (২১ সেপ্টেম্বর) সারাদিনের সংবর্ধনা ও ক্লান্তি শেষে ফুটবলাররা যখন লাগেজ হাতে পান, তখন ব্যাপারটি নজরে আসে ফুটবলারদের।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।