
নারী সাফের ষষ্ঠ আসরের আগাগোড়াই যেনো লাল-সবুজে রাঙানো। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সব পুরস্কারও উঠেছে বাংলাদেশের মেয়েদের হাতেই। এমনকি সবার মন জয় করে ফেয়ার প্লে ট্রফিটাও জিতে নিয়েছে বাংলাদেশ।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের নেতৃত্বে থাকা সাবিনা খাতুন। দুই হ্যাটট্রিকসহ মোট আট গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছেন তিনি।
আসরের শুরু থেকেই পায়ের জাদুতে টুর্নামেন্ট মাতিয়ে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক। মালদ্বীপকে ৩-০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন সাবিনা। এরপর পাকিস্তানের বিপক্ষে তুলে নেন নিজের প্রথম হ্যাটট্রিক। গ্রুপ পর্বের সেই ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘এ’-র চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখেন লাল-সবুজের মেয়েরা। এই ম্যাচে গোলের দেখা না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি।
আরও পড়ুন: সানজিদাদের জন্য সাজানো হচ্ছে ছাদখোলা বাস!
পরবর্তীতে আসরের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন সাবিনা। আর তাতে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় সবাইকে ছাড়িয়ে যান তিনি।
এদিকে, সাফ নারী চ্যাম্পিয়নশিপের পুরো টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা মোট গোল করেছে ২৩টি। হজম করেছে মাত্র একটি। সেই গোলটিও ফাইনালে নেপালের বিপক্ষে ম্যাচে। আর তাই অনুমেয়ভাবেই সেরা গোলকিপারের সম্মাননাও উঠেছে বাংলাদেশের রূপনা চাকমার হাতেই।