
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে বসেছিল এবারের আসরের ফাইনাল ম্যাচটি। ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা।
খেলার প্রথমার্ধে প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। খেলা শুরুর মাত্র ১৩ মিনিটের মাথায় বাংলাদেশকে এগিয়ে দেন দলের অভিজ্ঞ খেলোয়ার শামসুন্নাহার জুনিয়র। এরপর গোল শোধে বেশ কিছু আক্রমণ চালায় নেপালি মেয়েরা। কিন্তু বাংলাদেশের ডিফেন্ডারদের শ্যেনদৃষ্টি এড়িয়ে গোললাইন অতিক্রম করতে পারেনি বল। দুর্দান্ত খেলেছেন গোলকিপার রুপনা চাকমাও। করেছেন বেশ কয়েকটি সেভ।
আরও পড়ুন# প্রথমার্ধে ২-০ গোলের লিড নিলো বাংলাদেশ!
ম্যাচের ৪৩ মিনিটে কৃষ্ণা রানীর পা থেকে আসে দ্বিতীয় গোল। এরপর ফুরফুরে মেজাজেই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নেপাল। পেয়ে যায় গোলের দেখাও। বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে খেলার ৭০ মিনিটে গোল করেন নেপালের অনিতা। তবে বেশিক্ষণ ম্যাচে টিকতে পারেনি নেপাল। এর ঠিক ছয় মিনিট পর ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। আর তাতেই কফিনের শেষ পেরেক ঠোকা হয়ে যায় নেপালের। আর রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে মাতে বাংলার মেয়েরা।
উল্লেখ্য, ২০০৩ সালের পর এটাই সাফ ফুটবলে বাংলাদেশের প্রথম শিরোপা। এই জয়ে দীর্ঘ ১৯ বছর পর শিরোপা ঘরে তুলল বাংলাদেশ!