খেলাধুলাফুটবল

সাফ সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিলো বাঘিনীরা!

নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশের মেয়েরা। এর আগে সর্বশেষ ২০১৬ সালে টুর্নামেন্টটির ফাইনাল খেলেছিল বাংলাদেশ।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন। একটি করে গোল করেন সিরাজ জাহান স্বপ্না, কৃষ্ণা রানি সরকার, তহুরা খাতুন, মাসুরা পারভীন ও রিতুপর্ণা চাকমা।

ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পান সিরাত জাহান স্বপ্না। মাঝ মাঠ থেকে পাওয়া পাস রিসিভ করে কর্নারে চলে যান স্বপ্না। এরপর ডি বক্সে ঢুকে ভুটান গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে এনে দেন ম্যাচের প্রথম গোল।

তবে ম্যাচের সপ্তম মিনিটেই প্রায় গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। প্রতি আক্রমণে গিয়ে ফাঁকা রক্ষণভাগে ঢুকে গোলের চেষ্টা করেন ভুটানের মেয়েরা। বক্স ছেড়ে দ্রুত পায়ে প্রতিপক্ষ দলের ফুটবলারের ঠিক সামনে থেকে বল ক্লিয়ার করেন রূপনা চাকমা।

আরও পড়ুন: ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা!

ম্যাচের ১৮ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন। ম্যাচের ৩০ মিনিটে বাম প্রান্ত থেকে রিতুপর্ণা চাকমার পাঠানো উঁচু শট হেডের সাহায্যে জালে জড়ান কৃষ্ণা রানি সরকার। ৩৫ মিনিটে ভুটানের গোলের হালি পূর্ণ করেন রিতুপর্ণা চাকমা। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ছোটনের শিষ্যরা।

বিরতির পর আরও উদ্দীপ্ত হয়ে মাঠে ফেরেন সাবিনারা। ম্যাচের ৫৩ মিনিটে কৃষ্ণার পাস থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পান অধিনায়ক সাবিনা। দুই মিনিট পরই ভুটানের জাল হাফ ডজন গোলে কাঁপান মাসুরা পারভীন।

ম্যাচের ৮১ মিনিটে আরও একবার ভুটানের জালে বল জড়ান তহুরা। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। অবশেষে ম্যাচের ৮৭ মিনিটে সপ্তম গোলের দেখা পায় বাংলাদেশ। ডান কর্নার থেকে মাসুরা পারভীনের বাড়ানো উঁচু শট গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন ভুটান গোলরক্ষক।

অতিরিক্ত সময়ের শেষ সময়টি কফিনে শেষ পেরেকটি ঠুকেন সাবিনা এবং তুলে নেন নিজের হ্যাটট্রিক। এর আগে পাকিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেন সাবিনা। সব মিলিয়ে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার তিনি।

এই জয়ের মধ্য দিয়ে ৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশের মেয়েরা। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা মেয়েদের চার ম্যাচে গোলের সংখ্যা ২০ টি। বিপরীতে হজম করতে হয়নি একটি গোলও।

এর আগে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতেই জিতেছে বাংলাদেশ। একে একে তারা হারিয়েছে মালদ্বীপ, পাকিস্তান ও শক্তিশালী ভারতকে। ফাইনালে বাংলাদেশ মোকাবিলা করবে দ্বিতীয় সেমিফাইনাল থেকে জয় পাওয়া ভারত অথবা নেপালকে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।