ক্রিকেটখেলাধুলা

সাব্বিরের এক শটেই সক্ষমতা টের পেয়েছেন সিডন্স!

জাতীয় দলে মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানের প্রত্যাবর্তন ঘটেছে অনেকটা নাটকীয়ভাবে, কোনো পূর্বাভাস ছাড়াই। দলে ফেরার পর এই ডানহাতি ওপেন করতে নেমেছেন বাংলাদেশের শেষ তিন ম্যাচেই। মূলত ওপেনারদের ব্যর্থতায় মেইকশিফট ওপেনারের ভূমিকায় নামানো হয়েছে তাকে। আমিরাত সিরিজে প্রথম ম্যাচে ডাক মারা সাব্বির দ্বিতীয় টি-টোয়েন্টিতে করেছেন ৯ বলে ১২ রান। তবে ওপেনার হিসেবে পুরোপুরি ব্যর্থ সাব্বিরের ব্যাটে ইতিবাচকতা খুঁজে পেছেন টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

জাতীয় দলে নিজের জায়গা হারানোর পর তেমন কোনো পারফরম্যান্স দেখাতে না পারলেও সাব্বিরের জন্য সুযোগ হয়ে এসেছে দলের ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতা, তাই তো দলে ফিরে এসেছেন ওপেনারের ভূমিকায়। আরেক মেইকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজের ওপেনিং পার্টনার হিসেবে দলে ফিরেছেন তিনি। অবশ্য ফেরার পর বলার মতো কিছুই করে দেখাতে পারেননি সাব্বির। তবে তাকে নিয়ে মোটেও হতাশ নন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। বরং খুঁজে পেয়েছেন ইতিবাচক দিক।

সিরিজের শেষ ম্যাচে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অবশ্য ভালো কিছু করার আভাস ছিল সাব্বিরের ব্যাটে। বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে হয়তো ছন্দে ফেরার আভাস দিচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ৯ বল থেকে ১২ রান করেই ফিরেন সাব্বির রহমান

আরও পড়ুন: আরব আমিরাতে সিরিজ জয় আত্মবিশ্বাস জোগাবে বিশ্বকাপে: মিরাজ

ইনিংস লম্বা করতে না পারলেও তার সেই ছক্কার শটে মুগ্ধ হয়েছেন সিডন্স। এই এক শটেই নাকি বুঝিয়ে দিয়েছেন সাব্বির কী করতে পারেন। তার কাছে আরও বেশি বেশি এমন শট দেখার আশা করেন বলে জানান সিডন্স।

সিডন্স বলেন, ‘সাব্বির এখনো ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আজকে সে একটি শটের মাধ্যমে দেখিয়েছে ব্যাট হাতে কী করতে পারে। আমরা এটি আরও বেশি দেখতে চাই।’

দলের ব্যাটিংয়েও সন্তুষ্ট সিডন্স। তিনি বলেন, ‘এখানে দেখলাম, এর আগে এশিয়া কাপেও দেখেছি। আমরা খুব ভালো ব্যাটিং করেছি। হয়তো বোলিংয়ে কিছু উন্নতি করতে হবে, যা এই সিরিজে আমরা খুব ভালো করেছি। আমরা দারুণ বোলিং করেছি। বিশেষ করে আজ (মঙ্গলবার)।’

এছাড়া মিরাজের ওপরও আস্থা রাখছেন ব্যাটিং কোচ। তিনি বলেন, ‘বিশেষ করে মিরাজের ওপর। মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। ওর আত্মবিশ্বাস এখন উঁচুতে। আমি ওকে টেস্ট ও ওয়ানডেতে দেখেছি ভালো ব্যাট করতে। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপ অর্ডারে নেমে শট খেলার। সে দারুণ করছে।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।