জাতীয়সন্দেশ

সায়েদাবাদে অজ্ঞান পার্টির খপ্পরে পড়লেন পুলিশ সদস্য!

রাজধানীর সায়েদাবাদে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন এক পুলিশ সদস্য। সায়েদাবাদের রেলগেট এলাকায় শামসুল আলম (৪০) নামের ওই পুলিশ সদস্যের সাথে এ ঘটনা ঘটে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটেছে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

আরও পড়ুন# হবিগঞ্জে পানি চলাচলের নালা নিয়ে সংঘর্ষে আহত ২৫!

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সায়েদাবাদে এক পুলিশ সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তার পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, শামসুল আলম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কনস্টেবল হিসেবে কর্মরত। একটি জরুরি কাজের জন্য আজ খিলগাঁও গিয়েছিলেন তিনি। সেখান থেকে বলাকা পরিবহনের একটি গাড়িতে ফেরার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে ফেলে রাখে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।