জাতীয়সন্দেশ

সিরাজগঞ্জে বজ্রপাতে একই পরিবারের ৫ জনসহ ৮ জনের মৃত্যু!

সিরাজগঞ্জে বজ্রপাতে একই পরিবারের ৫ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে একই পরিবারের ৫ জনসহ মোয় ৮ জন নি’হত হন। আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চকোশি ইউনিয়নের মাটিকোড়ায় হঠাৎ বজ্রপাত হয়। এ সময় নি’হতরা ধানের চারা রোপন করার জন্যে মাঠে অবস্থান করছিলেন।

পঞ্চকোশি ইউনিয়নের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিরোজ উদ্দীন জানান, নিহতদের মধ্যে উপজেলার শিবপুর গ্রামের একই পরিবারের ৫ জন রয়েছেন।

আরও পড়ুন# ঝালকাঠিতে চার শিক্ষার্থীকে মেরে আহত করলেন শিক্ষক!

এসময় গুরুতর আহত সাতজনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার সময় মাটিকোড়া গ্রামের জমিতে ধানের চারা তোলার সময় ১৫ জনের মতো শ্রমিক মাঠে কাজ করছিলের। হঠাৎ বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।