সিরিয়ায় রুশ বাহিনীর হামলা, ১২০ জ’ঙ্গি নি’হত

সিরিয়ায় রুশ বাহিনীর হামলায় ১২০ জ’ঙ্গি নি’হত হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে জ’ঙ্গি গোষ্ঠী আল কায়েদার একটি আস্তানায় হামলা চালায় রুশ বিমান বাহিনী। এতে অন্তত ১২০ বিদ্রোহী নিহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে জানা যায়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেশ কয়েকটি রুশ যুদ্ধবিমান ইদলিব প্রদেশের ইউসুফ এলাকায় নুসরা ফ্রন্টের প্রশিক্ষণ কেন্দ্র এবং পর্যবেক্ষণ কেন্দ্র বোমা বর্ষণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। রাশিয়ায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন এটি। এতে তাদের ১২০ জন সদস্য নি’হত হয়।
আরও পড়ুন# সৌদি আরবে ট্রেন চালক হিসেবে নিয়োগ পাচ্ছেন নারীরা!
ইদলিব প্রদেশে রুশ বিমান বাহিনীর হামলার সত্যতা স্বীকার করেছে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যার রাইটস’।
জানা গেছে, বৃহস্পতিবার রুশ বাহিনী মোট ১৪ বার ওই স্থানে হামলা চালিয়েছে এবং বিদ্রোহী অধ্যুষিত প্রদেশটির বিভিন্ন এলাকায় ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র (আর্টিলারি) হামলা চালিয়েছে।
সিরিয়ার ইদলিব প্রদেশটি সন্ত্রাসী সংগঠনগুলোর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে নুসরা ফ্রন্টের মতো আরও বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর শক্তিশালী ঘাঁটি রয়েছে। তাদের দমনে দীর্ঘদিন থেকেই হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী।