খবরবিনোদন জগৎ

সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পর্দায় আসছে ‘অরণ্যের দিনরাত্রী’

সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৮তম জন্মদিন উপলক্ষে পর্দায় আসতে চলেছে ‘অরণ্যের দিনরাত্রি’। সুনীল গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই তার উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমাটি। পরিচালক অরুণ রায়ের হাত ধরেই তৈরি হচ্ছে এই সিনেমাটি। এই গল্পের চরিত্র অসীম হিসেবে অভিনয়ে আসছেন জীতু কমল।

সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’। এই উপন্যাস অবলম্বনে ৭০-এর দশকে সিনেমা তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। তার হাত ধরে বউয়ের পাতার চরিত্রগুলোকে পর্দায় জীবন্ত দেখেছিলেন দর্শক। সেখানে দেখা যায়, অসীম, সঞ্জয়, শেখর, হরিরা হয়ে উঠেছিল প্রতিটি ঘরের সাধারণ ছেলে।

আরও পড়ুন# পোশাক নিলামে তুলছেন শ্রীলেখা!

৭০-এর স্মৃতিকেই ফের চাঙ্গা করতে এই সিনেমা  নিয়ে নতুন করে কাজ শুরু করতে যাচ্ছেন পরিচালক অরুণ রায়। তিনি ‘হীরালাল, ‘বিনয় বাদল দীনেশ’ সিনেমা দুটিও পরিচালনা করেছেন। তার সিনেমা দর্শক ও সিনে সমালোচকদেরও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল সেসময়। অরুনের আরেকটি সিনেমা ‘বাঘাযতীন’ সিনেমাটিও মুক্তির অপেক্ষারত রয়েছে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার দেব। সেই সিনেমার থেকেও আরও এক ধাপ কঠিন হবে ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমাটি।

এখানেই শেষ নয়, এই সিনেমার হাত ধরেই প্রথমবারের মতো সোহিনী সরকার ও জীতু কমলকে জুটি হিসেবে দেখা যাবে। সিনেমাতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী। জানা গেছে, সুনীল গঙ্গোপাধ্যায় যেভাবে তার এই উপন্যাস লিখেছিলেন; তার থেকে সামান্য ভিন্নভাবে আজকের সময়ের প্রেক্ষাপটে। তবে গল্পের বাকিসব চরিত্র ও অংশ ঠিকই থাকবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।