ক্যারিয়ারচাকরিনিয়োগ

সেনাবাহিনীর মেডিকেল কোরে চাকুরি, আবেদন ৩০ জুলাই পর্যন্ত!

৮০তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৭তম ডিএসএসসি (এডিসি)-পুরুষ/মহিলা নিয়োগ হবে!

মেডিকেল কোরে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জানা যায়, ৮০তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৭তম ডিএসএসসি (এডিসি)-পুরুষ/মহিলা পদে জনবল নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

সেনাবাহিনীর মেডিকেল কোরে চাকুরি, আবেদন ৩০ জুলাই পর্যন্ত

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: ৮০তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৭তম ডিএসএসসি (এডিসি)-পুরুষ/মহিলা

শিক্ষাগত যোগ্যতা

ক) আর্মি মেডিকেল কোর (পুরুষ/মহিলা) এর জন্য

১. এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।

২. ইন্টার্নশিপ সম্পন্নকারী।

৩. উচ্চ মাধ্যমিক

ক. জাতীয় মাধ্যম- এইচএসসিতে জিপিএ-৫

খ. ইংরেজি মাধ্যম- ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টি বিষয়ে ‘এ’ এবং ১টি বিষয়ে ‘বি’ গ্রেড।

৪. মাধ্যমিক

ক. জাতীয় মাধ্যম- এসএসসিতে জিপিএ-৫

খ. ইংরেজি মাধ্যম- ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টি বিষয়ে ‘এ’ এবং ৩টি বিষয়ে ‘বি’ গ্রেড।

সম্পূর্ণ বিজ্ঞপ্তি 

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি, আবেদন ৩০ জুলাই পর্যন্ত
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি, আবেদন ৩০ জুলাই পর্যন্ত
খ) আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা) এর জন্য

১. বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)।

২. ইন্টার্নশিপ সম্পন্নকারী।

৩. উচ্চ মাধ্যমিক

ক. জাতীয় মাধ্যম- এইচএসসিতে জিপিএ-৫

খ. ইংরেজি মাধ্যম- ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টি বিষয়ে ‘এ’ এবং ১টি বিষয়ে ‘বি’ গ্রেড।

৪. মাধ্যমিক

ক. জাতীয় মাধ্যম- এসএসসিতে জিপিএ-৫

খ. ইংরেজি মাধ্যম- ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টি বিষয়ে ‘এ’ এবং ৩টি বিষয়ে ‘বি’ গ্রেড।

উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, নারী ৫ ফুট ১ ইঞ্চি

ওজন: পুরুষ ৫৭ কেজি, নারী ৪৯ কেজি

বুক: পুরুষ ৩০-৩২ ইঞ্চি, নারী ২৮-৩০ ইঞ্চি

বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

যেভাবে করতে হবে আবেদন:

আগ্রহীরা joinbangladesharmy.army.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১০০০ টাকা

আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২২

লিখিত পরীক্ষার সময়: ০৫ আগস্ট ২০২২

সময়: সকাল ০৯টা

স্থান: শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস।

আরও পড়ুন: আরএফএল গ্রুপে ম্যানেজার নিয়োগ, ৪০ বছরের বেশি বয়স্করাও পাচ্ছে সুযোগ!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।