খবরবিনোদন জগৎ

সোনমের পর মাতৃত্বকালীন ফটোশ্যুট করলেন বিপাশাও

এবার মাতৃত্বকালীন ফটোশ্যুট করে তাক লাগালেন বিখ্যাত বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মাসখানেক আগে সোনম কাপুর তার মাতৃত্বকালীন ছবি নেটমাধ্যমে ছেড়ে শোরগোল ফেলে দেন। এর আগে বলিপাড়ায় মাতৃত্বকালীন ছবি তেমন প্রকাশ্যে আসতো না। যদিও পশ্চিমের অভিনেত্রীরা প্রায়ই ক্যামেরার সামনে আসতেন অন্তঃসত্ত্বা অবস্থায়। এবার যেন সোনমের দেখানো পথেই হাঁটলেন বিপাসা বসুও।

দুই সপ্তাহ আগেই তার স্বামী কর্ণ গ্রোভারের সঙ্গে ছবি দিয়ে ভক্তদের সুখবরটি জানান বিপাসা বসু। এরপর তার মাতৃত্বকালীন ফটোশ্যুটের কিছু অংশ দেখা গেল। যা ইতোমধ্যেই নেট মাধ্যমে ভাইরাল।

আরও পড়ুন# কেজিএফ দেখে অনুপ্রাণিত হয়ে একের পর এক খু’ন!

গত বৃহস্পতিবার ইনিস্টাগ্রামে ভক্তদের মাঝে নিজের মাতৃত্বকালীন ফটোশ্যুট শেয়ার করেন তিনি। ছবিতে বিপাসার গায়ে কালো গাউন দেখা যায়, নেটের গাউনের ফাঁকে তার স্ফীত উদর স্পস্ট। পেছনে কালো ওড়না উড়ছে। মুখে মৃদু হাসি। মাতৃত্বকালীন সৌন্দর্য তার সারা গায়ে ফুটে আছে । ছবির নিচে বিপাসা লিখেছেন, ‘দারুন অনুভূতি, ভাষায় প্রকাশ করা কঠিন’ এবং অন্যান্য হবু মায়েদের জন্য বার্তা দিয়েছেন ‘নিজের শরীরকে ভালোবাসো’

নেটিজেনরা ছবিটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন মন্তব্য করেছেন ৪৩ বছর বয়সী অভিনেত্রীর দিক থেকে নাকি তার নজর সরানো যাচ্ছেনা!

প্রসঙ্গত, ২০১৫ সালে ভুতুড়ে সিনেমা ‘এলোন’ এর সেটে প্রেমে জড়ান কর্ণ গ্রোভারের সঙ্গে। এরপর এক বছরের তুমুল প্রেমের পর বিয়ের পিড়িতে বসেন দুজন। সেই সময় থেকে এখন অব্ধি আলোচনায় তাদের ভালোবাসা। প্রায় ছয় বছর পর ঘর আলো করে আসতে চলেছে বিপাসা-কর্ণের ঘরে নতুন অতিথি। তবে কবে নাগাদ সে পৃথিবীর মুখ দেখবে তা এখনো জানান নি বলিউডের বিখ্যাত এই দম্পত্তি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।