
সংযুক্ত আরব আমিরাতে ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরিসংখ্যানের হিসেবে বাছাই পর্বে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। তবে তাতে তারা দমে যায়নি একেবারেই।
গতকাল (১৯ সেপ্টেম্বর) রাতে বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। এ জয়ের মাধ্যমে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো নিগার সুলতানা জ্যোতিরা।
সংযুক্ত আরব আমিরাতের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে সোমবার (১৯ সেপ্টেম্বর) ৪ উইকেট হারিয়ে স্কটিশদের দেয়া ৭৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছিল জোত্যিরা। ‘এ’ গ্রুপ থেকে টানা দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ শুরু জয় দিয়ে!
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সোহেলিদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে স্কটিশরা। বাংলাদেশ দলের স্পিনার সোহেলি আক্তার ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। একটি ওভার মেডেনও নেন তিনি। এছাড়া নাহিদা আক্তার দুটি ও একটি করে উইকেট তুলে নেন সালমা খাতুন ও সানজিদা আক্তার। স্কটল্যান্ডের পক্ষে লর্না ২৩ বল মেকাবিলায় ৩ চারের সাহায্যে দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। তবে শীঘ্রই পরিস্থিতি নিজেদের আয়ত্তে আনে জ্যোতিরা। ৪৩ বলে ৫ চারের সাহায্যে ৩৪ রান করেন নিগার সুলতানা জ্যোতি। এর আগে প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৬৭ রানের এক দুর্দান্ত ইনিংস। স্কটিশদের হয়ে ১৩ রান খরচায় ২ উইকেট শিকার করেন রাকেল স্লাটার। একটি করে উইকেট তুলে নেন ক্যাথেরিন ও হান্নাহ।
গ্রুপ ‘এ’ ও ‘বি’ মিলিয়ে সেরা চার দল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলবে। এবং ফাইনালে যাওয়া দুই দল ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।