
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের পাবনা ইউনিটে লোকবল নিয়োগ দেবে। অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ারিং।
পদের সংখ্যা: নির্ধারিত না।
প্রার্থীর বয়সসীমা: ৩০ বছর
যোগ্যতা:
বিএসসি/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস থাকতে হবে।
অভিজ্ঞতা:
পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এমএস অফিসের কাজের পারদর্শীতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। দলবদ্ধ কাজে আগ্রহী হতে হবে। শিফটিং ডিউটি করতে আগ্রহী হতে হবে।
বেতন:
মাসিক বেতন আলোচনাসাপেক্ষে নির্ধারন করা হবে।
সুযোগ- সুবিধা: কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেয়া হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এ লিংকে।
আবেদনের শেষ সময়: আগামী ১৪ অক্টোবর ২০২২।
উল্লেখ্য, মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স কোম্পানিটি বাংলাদেশের একটি স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি ১৯৫৮ সালে স্যামসন এইচ চৌধুরী এবং তার তিন বন্ধু মিলে প্রতিষ্ঠা করেছিলেন। এরপর এটি ১৯৯১ সালে জনসাধারণের কাছে চলে আসে। পরে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর তালিকাভুক্ত হয়।