স্ত্রীর যত্ন নিচ্ছেন রনবীর, জানালেন আলিয়া!

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রনবীর ও আলিয়া। চলতি বছরের ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধেন এই জুটি। এরপর গেল জুনে দেশের বাইরে হলিউড ডেবিউ ‘হার্ট অব স্টোন’র এর শ্যুট চলাকালীন সময়েই জানান তিনি সন্তানসম্ভবা। অন্তঃসত্বা অবস্থাতেও কাজ করে চলেছেন এই নায়িকা। দেশে ফিরেই আলিয়া নিজের আরেকটি সিনেমা ‘ডার্লিংস’র এর প্রমোশনে ব্যস্ত হয়ে পড়েন। সম্প্রতি শেষ করেছেন আরেকটি সিনেমা। করন জোহরের পরিচালনায় “রকি অর রানী কি প্রেম কাহিনী’র কথা বলা হচ্ছে।
আরও পড়ুন# অ্যাম্বার হার্ড সহিংস আচরণ করতেন, জানালেন তার বোন!
সন্তানসম্ভবা অবস্থায় রানবীর তার কতটা যত্ন নিচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, ‘ও সব সময়ই আমার অনেক যত্ন নেয়। যদি জিজ্ঞেস করেন ও আমার পাও টিপে দেয় কি না, তাহলে বলবো না। কিন্তু আমাকে ভালো অনুভব করানোর জন্য ও সবসময় চেষ্টা করে এবং আমার অনেক যত্ন নেয়।’
উল্লেখ্য, রানবীর এবং আলিয়া প্রথমবারের মতোন পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন। গৌরী খান, আলিয়া ভাট এবং গৌরব ভার্মার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ডার্লিংস’। প্রযোজনার পাশাপাশি এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করছেন আলিয়া। এছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ন চরিত্রে দেখা যাবে শেফালি শাহ ও বিজয় ভার্মাকে।