স্বামীর পায়ের নিচে বসে ছবি দিলেন প্রাণিথা সুভাষ, পুরুষতান্ত্রিকতার দাসত্ব বলে সমালোচনা!

দক্ষিণের সিনেমা জগতের পরিচিত এবং জনপ্রিয় মুখ প্রাণিথা সুভাষ। তিনি তার নিত্য দিনের প্রায় ঘটনাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। সম্প্রতি একটি ধর্মীয় রীতি পালন করতে গিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। ভিমানা আমাবস্যা নামক একটি রীতি পালন করা অবস্থায় তার একটি ছবি নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে প্রাণিথা তার স্বামীর পায়ের কাছে বসে রয়েছেন। তার স্বামী নীতিন রাজু একটি চেয়ারে বসে রয়েছেন। নীতিনের পা একটি থালার ওপর রাখা। দেখেই বোঝা যাচ্ছে কোনো পুজোর নিয়ম পালিত হচ্ছে। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেন “ভিমানা আমাবস্যা”।
আরও পড়ুন# হানিমুনে কোথায় গেলেন পূর্ণিমা রবিন জুটি?
ছবিটি শেয়ার করার পর তার দিকে পুরুষতন্ত্রের দাসত্ব করার আঙ্গুল উঠিয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবিটি পোস্ট করা হলে অনেক নেটিজেনই মন্তব্য করেন এসব নিয়ম পুরুষতান্ত্রিক। নারীদের ছোট দেখানোর পায়তারা। কেউ কেউ বলেন অভিনেত্রী এরকম ছবি তুলে নারীদের দাসত্ব করার প্রচারনা চালাচ্ছেন।
একজন মন্তব্য করেছেন, স্বামীর পায়ের কাছে স্ত্রীর জায়গা নয়। উঠে স্বামীর পাশে গিয়ে বসুন। প্রকৃত ভালোবাসা উপভোগ করুন।
এসব মন্তব্যের বিপরীতেও অনেকে জবাব দিয়েছেন। তারা মন্তব্য করেছেন, একজন নারী কী নিয়ম রীতি পালন করবে তা তার ওপরই ছেড়ে দেওয়া উচিৎ।