
ইংলিশ প্রিমিয়ার লীগের গত বছরের বাজে পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। নিয়মানুযায়ী পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে থাকা দলটির ইউরোপা লীগে।
আর সেই ইউরোপা লীগের প্রথম ম্যাচেও কি না হেরে গেল এরিক টেন হাগের দল! এক ঝাঁক তারকা খেলোয়াড়ে ভরা ইউনাইটেডের সবচেয়ে বড় তারকা রোনালদোও যেন অসহায়ভাবে চেয়ে চেয়ে দেখলেন দলের পরাজয়!
দল ইউরোপা লীগে নেমে যাওয়ার পর রোনালদো নিজের জন্য ক্লাব খুঁজেছেন অন্য কোথাও, দলবদলের পুরো সময় জুড়েই শুনা গেছে এমন গুঞ্জন। তবে শেষ পর্যন্ত ইউনাইটেডেই থেকে গেছেন তিনি।
স্প্যানিশ ক্লাব রিয়াল সোশিয়াদের বিপক্ষে ইউরোপা লীগের প্রথম ম্যাচটিতে আজ ১-০ গোলে হেরে যায় ইংলিশ জায়ান্টরা। সোশিয়াদের স্প্যানিশ মিডফিল্ডার ব্রাইস মেন্ডেজের পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলেই ইউনাইটেডকে হারিয়ে দেয় তারা।
চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে বাজে শুরুর পরেও আবার নিজেদের নামের প্রতি সুবিচার করতে শুরু করেছিলো টেন হাগের শিষ্যরা। লীগের শেষ চারটি ম্যাচেই জিতেছে তারা। সেখানে হারিয়েছে লিভারপুল, আর্সেনালকেও।