হিজাব না পরায় ইরানি প্রেসিডেন্টের সাক্ষাৎ পেলেন না সাংবাদিক!

হিজাব না পরায় ইরানি প্রেসিডেন্টের সাক্ষাৎ পাননি মার্কিন সাংবাদিক। মার্কিন নিউজ টেলিভিশন সিএনএনের প্রখ্যাত নারী সাংবাদিক ক্রিসটেইন আমানপউর মাহসা আমিনির মৃ’ত্যু ও ইরানে চলমান আন্দোলন ইস্যুতে সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। কিন্তু রাইসি শর্ত দেন, সাক্ষাৎকার নিতে হলে ক্রিসটেইনকে হিজাব পরেই অনুষ্ঠানে আসতে হবে। আর সেখানেই বাঁধে বিপত্তি। পরে পণ্ড হয় সেই অনুষ্ঠান।
আরও পড়ুন# শিশু প’র্নোগ্রাফি তৈরির দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশি ছাত্র গ্রেফতার!
এ সময় রাইসির ওই ব্যক্তিগত কর্মকর্তা সিএনএনের সাংবাদিককে হিজাব নিয়ে ইরানের বর্তমান পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে। এতে তিনি অপমানিত বোধ করে চলে যান। এসময় তিনি বলেন, এর আগে ইরানের বাইরে দেশটির কোনো প্রেসিডেন্ট সাক্ষাৎকারের জন্য তাকে হিজাব পরে আসতে বলেননি।
হিজাব না পড়ায় মাহসা আমিনি নামে এক তরুণীকে দেশটির নৈতকতা পুলিশের হেফাজতে মারা গেছে। হিজাব ইস্যুতে ইরানের ৮০টিরও বেশি শহরে দাঙায় এ পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন।
সূত্র: বিসিবি