হিজাব পরা নিয়ে কী বললেন আদনান সামি?

বলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন সংগীতশিল্পী আদনান সামি। সম্প্রতি নারীদের হিজাব পরা ইস্যু নিয়ে নিজের মতামত দিয়েছেন তিনি।
চলতি বছরেরই শুরুর দিকে হিজাব পরার ব্যাপারে দাবি নিয়ে আন্দোলনে উত্তাল হয়েছিল ভারত। শেষ পর্যন্ত এই ইস্যু আদালত পর্যন্তও গড়িয়েছিলো। অন্যদিকে, ইরানে সাত বছরের বেশি বয়সী নারীদের হিজাব পরা বাধ্যতামূলক আইন করেছে সে দেশের সরকার।
সম্প্রতি মাহশা আমিনি নামক ২২ বছর বয়সী একটি তরুণীকে হিজাব ‘সঠিক উপায়ে’ পরা হয়নি অভিযোগ করে সেদেশের নীতি পুলিশ ধরে নিয়ে যায়। আর পুলিশের মারধোরের কারনে মাহশার মৃত্যু হয়। যদিও পুলিশ দাবি করেছে এটি স্বাভাবিক হার্ট এট্যাক ছিল। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছে সারাদেশ। নারীরা বাধ্যতামূলকভাবে হিজাব পরার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।
আরও পড়ুন# শুরু হতে যাচ্ছে সৌদি আইডল!
এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গায়ক আদনান সামি লিখেছেন, ‘যদি তথাকথিত মৌলবাদীরা দাবি করে থাকেন যে এটা কোরআনে লেখা আছে, তাহলে সেটাও কেবলমাত্র নারী আর আল্লাহর মধ্যকার ব্যাপার। সেটা নিয়ে আপনাদের মাথা ঘামানো অথবা সমস্যার কারণ হওয়া উচিত নয়! দয়া করে আপনারা নিজের চরকায় তেল দিন!’
হিজাব পরা একজন নারীর সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা উল্লেখ করে তিনি লিখেন, ‘আমি হিজাবের পক্ষে কিংবা হিজাবের বিরুদ্ধে নই। আমি ব্যক্তি সিদ্ধান্তের পক্ষে। যদি কোনো নারী তার ইচ্ছায় হিজাব পরেন, তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই। আবার যদি কোনো নারী হিজাব পরতে না চান, তাতেও আমার কোনো সমস্যা দেখছি না। কিন্তু কেউ যদি এর জন্য নারীকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে হিজাব পরতে বাধ্য করে তাহলে তাতে আমার সমস্যা রয়েছে।’