হিজাব-বিরোধী আন্দোলনকারীদের সমর্থন দেওয়ায় বিপাকে প্রিয়াঙ্কা!
সম্প্রতি ইরানে হিজাব-বিরোধী আন্দোলনকারী সাহসী নারীদেরকে সমর্থন জানানোয় ভারতে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী ও গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। অনেকে এই অভিনেত্রীর প্রশংসা করলেও আরও অনেকে তার সমালোচনা করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলে লিখেছেন, ‘কেউ কী প্রিয়াঙ্কা চোপড়াকে কখনও ভারতের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে শুনেছেন?’
শুক্রবার (৭ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইরানি বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে একটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ইরানের সাহসী আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে এবং সবাইকে সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করে তিনি লিখেছেন, ‘ইরান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মহিলারা উঠে দাঁড়িয়েছে মাহশা আমিনির জন্য ও তাদের আওয়াজ তুলেছেন, জনসমক্ষে নিজেদের চুল কেটে বা অন্যান্য উপায়ে তারা প্রতিবাদ করছেন। ‘ঠিকমতো’ হিজাব না পরার জন্য একটি নারীর জীবন অত্যন্ত বর্বরভাবে কেড়ে নিয়েছেন ইরানের নীতিপুলিশরা। যুগ যুগ ধরে গায়ের জোর খাটিয়ে গলা চেপে রাখার পর বহু কণ্ঠস্বর আজ শোনা যাচ্ছে, যা আগ্নেয়গিরির মতোই উদ্গীরণ করবে! তাঁদের থামানো বা দমানো যাবে না।’
আরও পড়ুন# ৮ বছর পর পর্দায় মুনমুন, পোস্টার কপি করায় হচ্ছে তুমুল সমালোচনা!
ইরানি নারীদের প্রতি প্রিয়াঙ্কার এমন সমর্থনের পরপরই সমালোচনার মুখে পড়েছেন তিনি। নিজ দেশ ভারতের হিজাব ইস্যু নিয়ে কথা না বলার জন্য অভিনেত্রীকে ‘ভণ্ড’ বলে অভিহিত করে একজন টুইটে লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া, আপনি যখন হিজাবি মহিলাদের অধিকার নিয়ে কথা বলা থেকে দূরে সরে থাকেন, তখন বোঝা যায় আপনি কী! ভারতে যাদের মাথায় এক টুকরো কাপড় পরার জন্য শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে, হিন্দুত্ববাদী গুণ্ডা ও রাষ্ট্র দ্বারা হয়রানী করা হয়েছে, তখন আপনি কথা বলেননি। আপনি একজন ভণ্ড!’
অপর একজন লিখেছেন, ‘ইরানি মহিলাদের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার দুশ্চিন্তা অনেক প্রশংসিত। কিন্তু বিলকিস বানো এবং রাষ্ট্রের প্রতি তার নীরবতা কেনো? বিশেষ করে মুসলিমদের ওপর, প্রান্তিক নারীদের ওপর নিপীড়ন করছে তাঁর নিজ দেশ। সেই ভারত কী আত্মদর্শনের যোগ্য?’