আন্তর্জাতিকসন্দেশ

হিন্দুরীতি মেনে মন্দিরে বিয়ে করলেন মুসলিম দম্পতি!

সিঁদুর দান বেশি পছন্দ, তাই হিন্দুরীতি মেনে বিয়ে করেছেন ভারতীয় মুসলিম দম্পতি। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতে। আমেরিকা প্রবাসী এই নবদম্পতি এখন চলে এসেছেন আলোচনার কেন্দ্রে। তারা দু’জন কিয়ামা দিন খলিফা এবং কেশা খলিফা। পরস্পরকে তারা চিনতেন অনেক বছর ধরে। তবে প্রেমের সম্পর্কে রয়েছেন ৯ বছর হলো। আমেরিকায় দু’জনে একসঙ্গেই লিভ টুগেদারে থাকতেন। সামাজিক মতে বিয়ে করে সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা তাদের ছিল না।

আরও পড়ুন# ছাত্রী হোস্টেলের গোসলের ভিডিও ফাঁস, ৮ জনের আত্মহ’ত্যাচেষ্টা!

তবে কয়েক বছর আগে একসাথে ঘুরতে গিয়েছিলেন ভারতের বেনারাসে। সেখানে এসেই মত পাল্টান দু’জন। সেখানকর একটি মন্দির পরিদর্শনের সময় হিন্দু বিয়ের অনুষ্ঠান দেখেন তারা। সিঁদুর দান, গাঁটছড়া বাঁধা, সাতপাক ঘোরা— হিন্দু বিয়ের রীতিনীতি দেখে ভালো লেগে যায় কিয়ামা এবং কেশার। সেই সময়ে দু’জনে ঠিক করে ফেলেন, যদি কোনও দিন মনে হয় বিয়ে করবেন, তাহলে হিন্দু রীতি মেনেই করবেন।

সেই ঘটনার পাঁচ বছর পর বিয়ে করবেন বলে মনস্থির করেন কিয়ামা এবং কেশা। আর তাই আমেরিকা থেকে বেনারাস আসেন দু’জনে। পুরো বিষয়টি এত সহজে হবে, তা ভাবতেই পারেননি। তারা নিশ্চিত ছিলেন মুসলিম হয়ে হিন্দু মতে বিয়ে করতে গেলে বাঁধা আসবেই। কিন্তু আদতে সে সব কিছুই হয়নি। তাদের ইচ্ছার কথা জেনে মন্দিরের পুরোহিত সাদরে গ্রহণ করেন তাদের। তারপর সব নিয়ম মেনেই বিয়ে দেন দু’জনের।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।