হুমায়ূন সাধুর জন্য কেঁদেছেন জয়া আহসান!
হুমায়ূন সাধুর জন্য কেঁদেছেন জয়া আহসান। মা ও বোনকে সাথে নিয়ে নিজের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘বিউটি সার্কাস’-এর প্রথম শো দেখতে গিয়েছিলেন তিনি। সিনেমাহল ছিল দর্শকে পরিপূর্ন।
জয়া আহসান সিনেমা হলে গিয়ে নিজের সিনেমা দেখে দর্শকদের অভিব্যক্তি দেখে একদিকে যেমন আনন্দিত হন, অপর দিকে নীরবে চোখের জলও ফেলেছেন। রুপালি পর্দায় হুমায়ূন সাধুর মৃত্যুর দৃশ্যে কেঁদেছেন বারবার তিনি। সাথে দর্শকরাও। সিনেমা হলে জয়ার এমন মন খারাপি মাখা দৃশ্য চোখে পড়েছে অনেকেরই।
আরও পড়ুন# দুর্গারূপে মিমিকে দেখে প্রেম নিবেদন ভক্তের!
উল্লেখ্য, গত ২০১৯ সালের ২৫ অক্টোবর চিরনিদ্রায় শায়িত হন নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু। ‘বিউটি সার্কাস’ ছিল তার করা শেষ সিনেমা।
জয়া আহসান এসময় আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার ভাইটা আমাদের সিনেমাটা দেখে যেতে পারল না। কী চমৎকার অভিনয় করেছিলো সে। তাকে আমি সব সময় মিস করব। আমরা শুটিংয়ের সময় একসাথে অনেক আনন্দ করেছি। এই আনন্দগুলোই এখন মন খারাপের কারন হবে ভাবিনি। এত ভালো একজন অভিনেতা নিজের প্রথম সিনেমাটি দেখে যেতে পারলো না।’
উল্লেখ্য, দেশের ১৯টি সিনেমা হলে প্রদর্শন করা হচ্ছে ‘বিউটি সার্কাস’ সিনেমাটি। বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চিসহ অনেকেই।