খবরবিনোদন জগৎ

হৃত্বিকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপাকে ভক্ত!

হৃত্বিকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপাকে পড়েছেন এক ভক্ত। মোবাইল ফোন হাতে নিয়ে হৃতিকের গা ঘেঁষে ছবি তুলতে যান ওই ভক্ত। ছবি তোলার সময় একটু বেশি কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি আর তাতেই চটে যান এ অভিনেতা। বিরক্ত হয়ে ওই ভক্তকে ঠেলে একপাশে সরিয়েও দেন হৃত্বিক। এসময় চিৎকারও করে ওঠেন তিনি। পুরো ঘটনাটি ঘটেছে হৃত্বিক ও সাইফের নতুন ছবি বিক্রম ভেদার ট্রেলার রিলিজের অনুষ্ঠানে। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ভাইরাল হয়েছে।

বিক্রম ভেদা সিনেমায় মুখোমুখি হয়েছেন বলিউডের দুই হ্যান্ডসাম নায়ক। দুজনেই মারকুটে। একজন ভালোর জন্য লড়ছেন, তো আরেকজন লড়ছেন খারাপের জন্যে। শুরু হয়েছে সত্য ও মিথ্যার আজব এক লড়াই। ঠিক এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে হৃত্বিক রোশন ও সাইফ আলি খানের ‘বিক্রম ভেদা’। এবার সেই ছবিরই ট্রেলার এলো প্রকাশ্যে। এর আগে ২০০২ সালে হৃতিক ও সাইফকে দেখা গিয়েছিল ‘না তুম জানো না হাম’ সিনেমাতে।

আরও পড়ুন# সংসার ভাঙলো জনপ্রিয় গায়ক হানি সিংয়ের!

বলিউডে এখন জোরেশোরে চলছে বয়কট বিতর্ক। একের পর এক সিনেমা বয়কটের ডাক দিচ্ছেন দর্শকরা। আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’, তাপসী পান্নুর ‘দোবারা’ ছবিকে বয়কট করা নিয়ে তুমুল সোশ্যাল মিডিয়ায়। এতে বেশ প্রভাব পড়েছে বক্স অফিসেও। এই ছবিগুলোর দশা একেবারেই বেহাল। অন্যদিকে সিনেমা মুক্তির আগেই বয়কট বিতর্কে ঢুকে পড়েছে আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ এবং হৃত্বিক ও সাইফের ‘বিক্রম ভেদা’। তবে এই বিতর্কের মধ্যে বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ্যে এনে সবার নজর কেড়ে নিলো ‘বিক্রম ভেদা’। সাইফ ও হৃত্বিকের এই ছবির ট্রেলারই বুঝিয়ে দিলো বহুদিন পর সিনেপর্দায় কোমর বেঁধে নামতে চলেছেন হৃত্বিক রোশন ও নবাব পুত্র সাইফ আলি খান।

ট্রেলারটির পুরোটাই অ্যাকশনে ভরপুর। ঝলক দেখে যা বোঝা যাচ্ছে, এই ছবির গল্প হবে ভালো ও মন্দের লড়াই। শুধু তাই নয়, জানা গেছে জনপ্রিয় লোককাহিনী বিক্রম-বেতালের গল্পের আদলেই এই ছবির গল্প। যেখানে সাইফকে দেখা যাবে পুলিশের ভূমিকায় আর হৃত্বিক থাকবেন খলনায়ক। পুলিশের হাতে ধরা পড়ে একেক সময় একেক গল্প শোনাবেন তিনি। তারপর পুলিশের চোখে ধুলো দিয়ে হৃত্বিক দেবেন চম্পট। সিনেমাটি মুক্তি পাবে এ মাসের শেষদিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ‘বিক্রম ভেদা’ মুভিটি ২০১৭ সালে একই নামে মুক্তি পাওয়া, সাউথের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপাতি ও রাঙ্গানাথান মাধবান অভিনীত তামিল মুভিটির অফিশিয়াল রিমেক! তামিল মুভিটি বক্স অফিসে প্রায় ৬০০ কোটি রুপির ব্যবসা করেছিল!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।