প্রযুক্তিফিচারবিজ্ঞান ও প্রযুক্তি

হেডফোনের উপকারিতা ও অপকারিতা!

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে হেডফোন অতি পরিচিত একটি শব্দ। বর্তমানে হেডফোন ছাড়া যেন আমাদের এক মুহূর্তও চলে না। আমরা হেডফোন কানে গুজে গান শুনি, কথা বলি। যানজটের শহরে হেডফোন যেন বন্ধুর মতো। কিন্তু আপনি জানেন কি এই হেডফোনের যেমন রয়েছে উপকারিতা, তেমনি রয়েছে নানাবিধ অপকারিতা? প্রিয় পাঠক আজকে আমরা জানব, হেডফোনের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে।

• হেডফোনের উপকারিতা:

১| একলা দীর্ঘ বিরক্তিকর সময় কাটাতে হেডফোনের তুলনা নেই।

২| ভিডিয়ো দেখা, গান শোনা, কথা বলা, ইত্যাদি বিষয়ে অন্যকে বিরক্ত না করে অনায়াসে হেডফোনের সাহায্যে নিজের সময় উপভোগ করা যায়।

৩| সবসময় ফোন হাতে নিয়ে ভ্রমণ করা সম্ভব হয় না, তখন হেডফোন ব্যবহার করলে ঝামেলা কম হয়।

৪| কাজের ফাঁকে বিরক্তি কমাতে হেডফোনের জুড়ি নেই।

৫| প্রচণ্ড ভীড় বা জনবহুল এলাকায় স্পষ্ট কথা শুনতে হেডফোন ব্যবহার হয়।

#আরও পড়ুন: কীভাবে ডাউনলোড করবেন ইউটিউব শর্টস ভিডিও?

• হেডফোনের অপকারিতা:

১| হেডফোন দীর্ঘসময় কানে গুঁজে রাখলে কানে দাগ ও ব্যথা হতে পারে। এছাড়াও শ্রবণশক্তি কমে যেতে পারে।

২| কানের ওপর চাপ বৃদ্ধি করে। যদি হেডফোনের কভার নরম না হয়।

৩| কানে হেডফোন দিয়ে মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি চালালে দূর্ঘটনার সম্ভাবনা থাকে।

৪| রাস্তা পারাপারের সময় কানে হেডফোন রাখলে দূর্ঘটনা ঘটতে পারে।

৫| দীর্ঘ সময় হেডফোন ব্যবহারে শারিরীক ক্ষতি হতে পারে।

• হেডফোন ব্যবহারে সর্তকতা—

বর্তমানে বাজারে নানা ঢংয়ের এবং নানা দামের হেডফোন পাওয়া যায়। তাই হেডফোন কেনার সময় আপনার কানে ও ফোনে অ্যাডজাস্ট হচ্ছে কি না, তা দেখে নেবেন। এছাড়াও কম দামি বা কোয়ালিটি ভালো না; এমন হেডফোন ব্যবহার না করাই ভালো। কেন না, এসব হেডফোনের এয়ারবাডগুলো কানে ব্যথার কারণ হতে পারে।

আরও পড়ুন# এবার বাজারে এসেছে বিশ্বের সবচেয়ে ছোটো স্মার্টফোন!

প্রিয় পাঠক, এছাড়াও আপনার হেডফোন ব্যবহারের কারণে কানে কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে যান এবং সব সময় হেডফোন ব্যবহার থেকে বিরত থাকুন। যাই হোক, আজকের মতো এখানেই। এই ছিল হেডফোনের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত! আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই ধরনের আরও আর্টিকেল পেতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।