ক্রিকেটখেলাধুলা

হ্যাটট্রিক জয়ে সেমিফাইনালে বাংলাদেশ!

সাফের শিরোপা নিয়ে দেশে ফেরা নারী ফুটবলারদের নিয়ে যখন পুরো দেশ উৎসবে ব্যস্ত, ঠিক তখনই সংযুক্ত আরব আমিরাতে লাল-সবুজের পতাকা ওড়াল নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল নিগার সুলতানা জ্যোতিরা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ড, দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর পর তৃতীয় ম্যাচে তারা হারাল যুক্তরাষ্ট্রকে।

বুধবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বিপক্ষে আবুধাবিতে শুরুতে ব্যাট করে এক উইকেট হারিয়ে ১৫৮ রান করে লাল-সবুজের প্রতিনিধিরা। ওপেনার শামিমা ব্যক্তিগত ১০ রান নিয়ে আউট হলে মুরশিদা ও জ্যোতি মিলে ইনিংস শেষ করেন। মুরশিদার ৬৪ বলে ৭৭ রানের ইনিংসে ছিল ৯টি চারের মার। জ্যোতি ৪০ বলে ৬টি চারের পাশাপাশি একটি ছয় হাঁকিয়ে স্কোরবোর্ডে যোগ করেন ৫৬ রান।।

আরও পড়ুন: কোহলিকে পেছনে ফেলে রেকর্ডবুকে রিজওয়ান!

বাংলাদেশের দেয়া ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে সালমাদের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে মাত্র ১০৩ রানে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস। দলীয় ১ রানে ওপেনার স্নিগ্ধা পলকে শূন্য রানে ফেরান সালমা। ১২ রানের মাথায় রানআউটের শিকার হন আরেক ওপেনার দিশা। এরপর স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই আনিকাকে শিকারে পরিণত করেন নাহিদা আক্তার। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে সিন্ধু শ্রীহারশা ৭৪ রানে ও লিসা রামজিত অপরাজিত ছিলেন ২৬ রানে। ফলে ৫৫ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের বাঘিনীরা।

এর আগে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছিল ১৪ রানে। দ্বিতীয় ম্যাচে জ্যোতিরা স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় ৬ উইকেটে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।