খবরবিনোদন জগৎ

১৩ বছর পর বাংলাদেশে গান গাইবেন কবীর সুমন!

১৩ বছর পর মঞ্চে গাইতে বাংলাদেশে আসবেন বাংলা গানের নন্দিত কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক কবীর সুমন

শাহবাগস্থ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘করিব সুমন লাইভ ইন ঢাকা ২০২২’ শিরোনামে আগামী ১৫ অক্টোবর থেকে তিনদিন সংগীত উৎসবে সামিল হবেন এই সংগীতজ্ঞ।

আয়োজনটি করেছে পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার ফুয়াদ বিন ওমর বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে টিকিট এখনো ছাড়া হয়নি। শীঘ্রই দর্শক ও শ্রোতাদের উদ্দেশ্যে টিকিটও ছাড়া হবে।

আরও পড়ুন# লাইফবয় সাবানের প্রচারণা বন্ধের আইনি নোটিশ!

১৫ অক্টোবর কালজয়ী কিছু আধুনিক গান নিয়ে দর্শকদের সামনে মঞ্চে সুমনের মঞ্চ মাতানোর কথা রয়েছে। ১৮ অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো সুমন গাইবেন তার লেখা আধুনিক বাংলা খেয়াল, আর ২১ অক্টোবর আবারও কিছু আধুনিক বাংলা গান গাইবেন সুমন।

তিনি বলেন, এ অনুষ্ঠান বাইরের দেশ থেকেও দেখার ব্যবস্থা করা হবে। অনলাইনে নির্দিষ্ট পরিমাণের অর্থ দিয়ে সরাসরি দেখা যাবে এ অনুষ্ঠান।

জানা যায়, কবীর সুমন শেষবারের মতো বাংলাদেশে গান গেয়েছিলেন ২০০৯ সালের ১৬ অক্টোবর। ওই সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গান পরিবেশনে বাঁধা পেয়ে কলকাতায় ফিরে গিয়েছিলেন। সেই অভিমান চেপে রেখে ১৩ বছর কেটে গেলেও আর ঢাকায় আসেননি তিনি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।