জাতীয়সন্দেশস্বাস্থ্য

১৯ জুলাই দেশব্যাপী ‘বুস্টার ডোজ দিবস’!

দেশে করোনার সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় আগামী ১৯ জুলাই দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।

এদিন সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু করা হবে। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা দেওয়া হবে জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটি উত্তর ও দক্ষিণ করপোরেশনে যথাক্রমে ২৪টি ও ১৪টি বুস্টার টিকা দান কেন্দ্র তৈরি করা হবে। প্রতি টিমের সদস্য সংখ্যা হবে ৫ জন। দুজন টিকা প্রদান করবেন ও তিনজন স্বেচ্ছাসেবকের কাজ করবেন। এ কার্যক্রমে প্রতিবন্ধী ও বয়স্কদের অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান করা হবে।

বুস্টার ডোজ নেওয়ার জন্য কোভিড-১৯ এর টিকা কার্ড বা সনদ নিয়ে আসতে হবে। নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা দেশের যে কোনো কোডিড-১৯ টিকাদান কেন্দ্র থেকে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে। ১৮ বছরের বেশি বয়েসের যে কারও দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পূর্ণ হলে বুস্টার দোজ নিতে পারবেন।

আরও পড়ুন# তীব্র গরম ও তাপদাহ থাকবে আরও দুই দিন!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।