অর্থনীতিবিশ্ববাণিজ্যব্যবসা-বাণিজ্য

১৯ হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতিতে বাংলাদেশ!

রপ্তানির সাথে আমদানি খরচের সামঞ্জস্য না থাকায় চলতি অর্থবছরের শুরুতেই বড়ো রকমের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। যার পরিমান ১৯৮ কোটি ডলার, দেশীয় অঙ্কে প্রায় ১৯ হাজার কোটি টাকা। একইসাথে চলতি হিসাব ও সামগ্রিক লেনেদেনেও যার প্রভাব পড়েছে। গত রবিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের (ব্যালেন্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ। অন্যদিকে আমদানি বেড়েছে ২৩ দশমিক ২৩ শতাংশ। জুলাইয়ে ৫৮৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। এর বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র ৩৮৮ কোটি ডলারের পণ্য। যে কারণে ১৯৮ কোটি ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। বর্তমান মুদ্রা বিনিময় হার হিসাবে দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৮১৯ কোটি ৫০ লাখ টাকা। যা কিনা গত অর্থবছরের একই সময়ের চেয়েও অন্তত ৬২ কোটি ৮০ লাখ ডলার বেশি।

আরও পড়ুন# ক্রেডিট কার্ডে অনিয়ম, ২৭ ব্যাংকে নোটিশ!

পাশাপাশি এই সময়ে সেবা খাতের বাণিজ্য ঘাটতিও বেড়েছে। সেবা খাতে গত জুলাই মাসে  বাংলাদেশ আয় করেছে ৭৩ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে ব্যয় হয়েছে ১০১ কোটি ডলার। অর্থাৎ শুধুমাত্র সেবা খাতের ঘাটতিই দাঁড়িয়েছে ২৮ কোটি ডলারে। আগের অর্থবছরের তুলনায় একই সময়ে এই ঘাটতি ছিল ৭৫ লাখ ডলার।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।