জাতীয়সন্দেশ

২৫ ভরি স্বর্ণালংকারসহ আটক ১!

ঝিনাইদহ সদরের লক্ষ্মীপুর এলাকা থেকে ২৫ ভরি স্বর্ণালংকারসহ ১ নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ওই নারীর নাম মুক্তা খাতুন (৩৪)। তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের লক্ষ্মীপুর এলাকার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মুক্তা খাতুনের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিজানুর রহমানের স্ত্রী।

আরও পড়ুন# সরিষাবাড়িতে সমকামী বিয়ে হওয়া নিয়ে তোলপাড়!

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের অফিসার ইনিচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, কালীগঞ্জ থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি আভিযানিক দল।

এ সময় দর্শনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনে তল্লাশি চালিয়ে মুক্তা খাতুন নামের এক নারীকে আটক করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২৫ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণালংকার। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। মুক্তা খাতুন কালীগঞ্জ থেকে এসব স্বর্ণালংকার ঢাকায় পাচার করছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।’

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।