৩০ বছরের পর মেয়েদের বিয়ে করা উচিত: সোহানা সাবা

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। তিনি মনে করেন ৩০ বছরের আগে মেয়েদের বিয়ে করা উচিত না। ছোটো ও বড়ো পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী একইসাথে কথা বলাতেও তিনি বেশ চমৎকার। সম্প্রতি গত আগস্ট মাসে বিটিভিতে শুরু হওয়া ‘তারার মেলা’ নামে একটি সাপ্তাহিক সেলিব্রেটি শোয়ে উপস্থাপনার কাজ করেছেন সাবা। এই অনুষ্ঠানে উপস্থাপনার জন্য প্রশংসাও পাচ্ছেন অনেক।
নিজের কাজের বাইরে তার ব্যস্ত সময় কাটে একমাত্র ছেলে শুদ্ধ স্বরবর্ণের পেছনেই। গত সাত বছর ধরে নিজের ছেলেকে একাই মানুষ করছে সিঙ্গেল মাদার সাবা। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে নিজের জীবন খোলামেলা আলোচনা করেছেন তিনি। ককথাপ্রসঙ্গে তিনি বলেন,‘৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো।’
সোহানা সাবা এ নিয়ে বলেন, ‘আমি সারাজীবন একা থাকব বলে সিদ্ধান্ত নেইনি। যখন আমার মনে হবে সময় এসেছে তখনই নিজের জীবনসঙ্গী খুঁজে নেব। আমি খুব ছোট বয়স থেকে শোবিজে কাজ করতে শুরু করি। এরপর আমার জীবন শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল।এরপর বিয়ে করি। বিয়ের পর আমার জীবনটা আরও সীমাবদ্ধ হয়ে আসে। আমার বন্ধুরা জীবনে আনন্দ করার অনেক সময় পেয়েছে। আর আমি তখন ব্যস্ত ছিলাম নিজের সংসার আর অভিনয়ের ঘেরাটোপে। তাই আমি মনে করি, অন্তত ৩০ বছরের আগে মেয়েদের বিয়ে না করাই উত্তম।
আরও পড়ুন# যেসব কারণে ভালোবাসার মানুষকেই বিয়ে করা উচিত!
‘বিয়ে করে ভুল করেছেন নাকি?’ এমন একটি প্রশ্নে অভিনেত্রী জানান, ‘কার সঙ্গে কার বিয়ে, সেটা আল্লাহতায়ালাই ঠিক করে রেখেছেন। আমার ভাগ্যে যা লেখা ছিল সেটাই হয়েছে। তবে আমি মনে করি, বিয়ে একটা লাইফটাইম সিদ্ধান্ত। তাই একটু ভাবনাচিন্তা করে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘অসম্ভব’ সিনেমার কাজ সম্পন্ন করেন সাবা। তিনি আরও শেষ করেছেন আরেক খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’র সিনেমার কাজও। কয়েকদিন আগেই কলকাতার একটা সিনেমাতেও অভিনয় করেছেন সাবা।