আন্তর্জাতিকধর্মসন্দেশ

৩০ বছর পর বিহারে ভেসে উঠল শতবর্ষী মসজিদ!

সম্প্রতি ভারতের বিহারে ভেসে উঠল দীর্ঘ ৩০ বছর পানির নিচে থাকা এক শতবর্ষী মসজিদ। স্থানীয়দের মতে, এই মসজিদটি গত শতাব্দীর আশির দশকে রাজ্যের নওয়াদা জেলার ফুলওয়ারিয়া ড্যাম নির্মাণ করা হলে পানির নিচে ডুবে যায়।

মসজিদের স্থাপত্যরীতি ও নির্মাণসামগ্রী দেখে ধারণা করা হচ্ছে— এই মসজিদটি নির্মিত হয়েছে গত উনিশ শতকের শেষভাগে। ওই হিসাবে মসজিদের বর্তমান বয়স ১২০-১৪০ বছর এবং মসজিদের উচ্চতা প্রায় ৩০ ফুট। স্থানীয় জনগণ মসজিদটিকে নুরি মসজিদ নামেই চিনে।

#আরও পড়ুন: বিভিন্ন দেশে ঐতিহ্যবাহী ঈদ পালনের ভিন্ন রীতিনীতি

দীর্ঘ ৩০ বছর ধরে মসজিদটি পানির নিচে থাকলেও কোনো ক্ষতি হয়নি। সবই রয়েছে প্রায় অক্ষত। তবে মসজিদ আঙিনায় ঢোকার প্রধান দরজাটি ভেঙে গেছে। তবে টিকে আছে মসজিদের গম্বুজ ও ভেতর বাহিরের অলংকরণগুলো। মসজিদের গম্বুজগুলো ড্যাম নির্মাণের পর শুষ্ক মৌসুমে দেখা যেত। তবে বর্তমানে খরার প্রভাবে পানি সম্পূর্ণ শুকিয়ে যাওয়াতে মসজিদটি দেখা যাচ্ছে। আর মসজিদটি দৃশ্যমান হওয়ার পর থেকেই মসজিদ দেখতে জড়ো হচ্ছে মানুষ। এছাড়াও অনেক মুসল্লিদের সেখানে গিয়ে আজান দিতে দেখা গেছে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে শুরু হয় ফুলওয়ারিয়া ড্যামের নির্মাণকাজ এবং শেষ হয় ১৯৮৫ সালে। আর তখন স্থানীয় মুসল্লিদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। তাই, ড্যামের পানি সম্পূর্ণ শুকিয়ে গেলেও এই মসজিদে পুনরায় নামাজ শুরু হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।