
আজকে এমন একজন ব্যক্তির কথা বলব, যিনি বিয়ে করে গিনেস বুকে নাম লিখিয়েছেন। তিনি কারও সাথে ১৯ দিন সংসার করেছে, আবার কারও সাথে টানা ১১ বছর। তিনি ৩১ টি বিয়ে করেছেন এবং ৩০ টি বিচ্ছেদ ঘটান। বলছিলাম, গিনেস বুক অব রেকর্ডসে নাম লেখানো গির্জার এক পাদ্রির কথা। যার নাম গ্লিন উলফ। গ্লিন উলফ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ছিলেন এবং ব্লাইদ নামক একটি এলাকার গির্জার পাদ্রি ছিলেন।
তিনি মোট ৩১ টি বিয়ে করেন। যার মধ্যে ৩ জন নারীকে তিনি একবার বিয়ে করে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করেন। এছাড়াও তার ৫ জন স্ত্রী অসুস্থতার জন্য মারা যান।
জানা যায়, গ্লিনের প্রথম স্ত্রীর নাম মার্সি ম্যাকডোনাল্ড। যাকে ১৯২৬ সালে গ্লিন বিয়ে করেন এবং বিয়ের এক বছর পর মার্সি মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর একে একে আরও বহু বিয়ে করেন। এর একপর্যায়ে তিনি দীর্ঘ সময় ক্রিস্টিন কামাচো নামক এক নারীর সাথে সংসার করেন। ক্রিস্টিন ছিল গ্লিনের ২৮ তম স্ত্রী এবং তাদের বয়সের ব্যবধান ছিল ৩৭ বছর। তারা টানা ১১ বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ হয়।
আরও পড়ুন# ৫০ সন্তানের বাবা, তবুও থামতে চান না যুবক!
কিন্তু গ্লিনের বিচ্ছেদগুলো একটু অন্যরকম। তার এক স্ত্রী বিয়ের পর তার টুথব্রাশ ব্যবহার করায় বিচ্ছেদ ঘটে। আবার এক স্ত্রী বিছানায় বসে সূর্যমুখীর বীজ খাওয়ায় বিচ্ছেদ ঘটে। এরপর, তার ৩১ তম স্ত্রী ছিলেন লিন্ডা উলফ। মজার বিষয় হলো, লিন্ডা উলফের কাহিনিও বেশ ভিন্ন। তিনি ২৩ জন পুরুষকে বিয়ে করে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন।
তাই অনেকে বলেন— কেবল আলোচনায় আসার জন্য লিন্ডা ও গ্লিন বিয়ে করেছিলেন। অবশ্য লিন্ডা বিয়ের এক সপ্তাহ পরই ইন্ডিয়ানায় ফিরে যায়, অন্যদিকে গ্লিন থেকে যায় ক্যালিফোর্নিয়ায়।
তারপর এই বিয়ে করে গিনেস বুকে নাম লেখানো গ্লিন নিজের ৮৯তম জন্মদিনের ৪৫ দিন আগে মারা যায়। লিন্ডা গ্লিনের সাথে ক্যালিফোর্নিয়ায় দেখা করতে আসলে জানতে পারে তার স্বামী মারা গেছেন। এছাড়াও লিন্ডা জানান— সে তাদের প্রথম বিবাহবার্ষিকী পালন করতেই আসছিলেন। কিন্তু গ্লিন তার ১০ দিন পূর্বেই মারা যান।
জানা যায়, গ্লিন ১৯৯৭ সালে ৮৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তার অন্ত্যেষ্টিক্রিয়ায় তার সন্তান, নাতিপুতি কেউ আসেনি। গ্লিনের ১৯ জন সন্তান, ৪০ জন নাতি ও ১৯ জন পুতি ছিল৷
এই বিষয়ে লিন্ডা জানান— তার কাছে শেষকৃত্যে খরচ করার মতো টাকা নেই। আর এই একই কথা গ্লিনের ছেলেরাও বলে,যা বেতন পান তা দিয়ে খরচ মেটানো সম্ভব নয়।
কিন্তু, গ্লিনের ব্যাংক অ্যাকাউন্টে ছিল ৩৩৬ ডলার এবং সেই ডলার দিয়েই কাউন্টির পক্ষ থেকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।