৬৪ বছরে অবসর নেওয়া যৌনকর্মীর ‘সন্তুষ্ট গ্রাহকের’ তালিকায় আমেরিকার চার প্রেসিডেন্ট!

৬৪ বছর কাজ করে যাওয়ার পর অবশেষে অবসর যৌনকর্মীর। জানিয়েছেন ৬৪ বছরে প্রায় ৫ লক্ষ গ্রাহককে সেবাদান করেছেন। সন্তুষ্ট গ্রাহকের তালিকায় তালিকায় রয়েছে আমেরিকার চার প্রেসিডেন্টের নামও!
যার কথা বলছি তার নাম বিয়ারট্রিস থমসন। বর্তমানে তাঁর বয়স হয়েছে ৭৬ বছর। আমেরিকার নেভাডায় তিনি যৌনকর্মী হিসেবে কাজ করতেন। খুব অল্প বয়সেই যৌনপেশায় জড়িয়েছিলেন। তার প্রথম আয় ছিল তিন ডলার। তাই তাকে থ্রি ডলারও ডাকা হতো। তিনি এ জগতে বিয়াট্রিস থ্রি ডলার থমসন নামেই বেশি পরিচিত ছিলেন। অবসর পরবর্তী সময়ে হঠাৎ করেই আলোচনায় আসেন তিনি।
আরও পড়ুন# খোলা পিঠে মেহেদি দিয়ে ব্লাউজ বানালেন শ্রীলেখা!
এক সাক্ষাৎকারে বিয়াট্রিস জানিয়েছিলেন যতদিন তিনি এই পেশায় আছেন কয়েক লক্ষ গ্রাহককে সেবা দেওয়াই তার মূল লক্ষ্য হবে। আর সেই লক্ষ্য পূরন করতেই বছরের পর বছর ধরে কাজ করে গেছেন তিনি। জানিয়েছেন তার পেশাজীবনে ৬৪ বছরে তিনি প্রায় ৫ লক্ষ গ্রাহককে সেবা দিয়েছেন।
আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, “যখন বয়স কম ছিল, তখন দিনে ৫০-১০০ জন গ্রাহককে সেবা দিতাম। ঠিক করেছিলাম যে, অবসরে যাবাদ আগে এই সংখ্যাটা পাঁচ লাখে নিয়ে যাব। শুরুতে এই পেশায় পরিচিতি তেমন ছিলনা, তাই এই লক্ষ্যপূরণে আরও বেশ কয়েক বছর অতিরিক্ত সময় কাজ করতে হয়েছে।”
১৯৬৯ সাল থেকে ’৯২ সাল— এই ২৩ বছরে মোট ১৭ বার বছরের সেরা যৌনকর্মীর সম্মান পেয়েছিলেন তিনি।
বিয়াট্রিস জানিয়েছেন, তিনি যে পাঁচ লক্ষ গ্রাহককে সেবাদানের দাবি করছেন, তার সপক্ষে প্রমাণও রয়েছে তার। কোন গ্রাহক কোন সময়ে এসেছিলেন, কত টাকা দিয়েছেন, সব নথিভুক্ত করে রেখেছেন তিনি। এমনকি তার কাছে রয়েছে ১০ হাজারের বেশী গ্রাহকের মতামত। তারা বিয়াট্রিসের কাছে সন্তুষ্ট হয়ে কি মতামত দিয়েছেন সেটাও সংরক্ষণে রেখেছেন তিনি।
বিয়াট্রিসের এমন দাবিও রয়েছে যে তার পাঁচ লক্ষ গ্রাহকের মধ্যে ‘সন্তুষ্ট গ্রাহক’দের তালিকায় ছিলেন আমেরিকার চার প্রেসিডেন্টও। গত ৫৪ বছরে আমেরিকার চারজন প্রেসিডেন্ট তার কাছে এসেছেন। এবং এরপক্ষে প্রমাণও আছে তার।
কয়েকটি প্রতিনেদনে জানানো হয়েছে তিনি তার এ কাজকে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পৌছানোর জন্য যোগাযোগ করবেন।
এর আগে, যৌনপেশায় সবচেয়ে বেশি গ্রাহককে ‘সন্তুষ্ট’ করার রেকর্ড ছিল আমস্টারডমের যমজ বোন লুই এবং মার্টিস ফকেনসের দখলে। ৫০ বছরের পেশাগত জীবনে তারা যৌথ ভাবে সাড়ে তিন লক্ষের বেশি গ্রাহককে সেবা দিয়েছেন।