বাংলাদেশ সময় আজ (১১ সেপ্টেম্বর) বিকেল চারটায় ভারতের কানপুরের গ্রিন পার্কে অনুষ্ঠিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমেছিলো বাংলাদেশ লেজেন্ডস।
নিজেদের প্রথম ম্যাচে ১৯.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়ে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের হয়ে ধীমান ঘোষ ২২ (২৭) এবং অলক কাপালি ১৯ (২০) রান যুক্ত করেন দলীয় স্কোরবোর্ডে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩ টি উইকেট নেন কৃষমার সান্তোকি এবং ২ টি করে উইকেট নেন সুলিমান বেন ও ডেইভ মোহাম্মদ।
আরও পড়ুন: টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ লেজেন্ডস!
জবাবে ব্যাটিং করতে নেমে সহজেই ম্যাচটি নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। ডোয়াইন স্মিথের ৪ চার, ১ ছক্কায় সাজানো ৪২ বলে ৫১ রানের ইনিংসে সহজেই জয়ের বন্দরে নোঙর করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে ১ টি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ ও অলক কাপালি।
আগামী ১৫ তারিখ নিউজিল্যান্ড লেজেন্ডসের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ লেজেন্ডস।