৭০ বছর পর নতুন রাজা পেল গ্রেট ব্রিটেন!
টানা ৭০ বছর ক্ষমতায় থাকার পর গতকাল (৮ সেপ্টেম্বর) মারা গেছেন গ্রেট ব্রিটেন ও ১৫ কমনওয়েলথভুক্ত রাজ্যের রানি ২য় এলিজাবেথ। তার মৃত্যুর পরপরই রাজা হলেন এলিজাবেথের বড়ো পুত্র প্রিন্স চার্লস। এর মাধ্যমে ৭০ বছর পর নতুন রাজা পেতে যাচ্ছে ইংল্যান্ড ও গ্রেট ব্রিটেন।
এর আগে সর্বশেষ রাজা ছিলেন রানি এলিজাবেথের পিতা রাজা ষষ্ঠ জর্জ। তার মৃত্যুর পর জর্জের ভাই সিংহাসন ত্যাগ করায় মহারানি ভিক্টোরিয়ার পর আবারও রানি হিসেবে ক্ষমতায় বসেন রানি ২য় এলিজাবেথ। এরপর একে একে সাতটি দশক রানির আসনে অধিষ্ঠিত ছিলেন তিনি।
আরও পড়ুন# রানি এলিজাবেথ মারা গেছেন!
গ্রেট ব্রিটেনের নতুন রাজা চার্লসের (৩য়) জন্ম হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর, ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ ও রানী এলিজাবেথের কোল জুড়ে।
উল্লেখ্য প্রিন্স চার্লস আর্ল অব চেস্টার এবং প্রিন্স অব ওয়েলস নামেই বেশি পরিচিত। প্রিন্স চার্লসের পর ক্রাউন প্রিন্স হিসেবে জায়গা করে নিয়েছেন তার বড়ো পুত্র প্রিন্স উইলিয়াম। রাজা ৩য় চার্লসের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হবেন উইলিয়াম!