লাইফস্টাইলস্বাস্থ্য ও লাইফস্টাইল

৮০ শতাংশ নারী-পুরুষ ডেটিং সাইটে ভুল তথ্য দেন: গবেষণা

সম্প্রতি ডেটিং সাইটে করা এক গবেষণায় দেখা গেছে, অধিকাংশ ডেটিং সাইট ব্যবহারকারীই নিজের সম্পর্কে ভুল তথ্য দেয় ডেটিং সাইটে। তারা প্রোফাইল তৈরি করার সময় নিজেদের ব্যাপারে অধিকাংশই ভুল তথ্য দিয়ে থাকেন। এক্ষেত্রে নারী-পুরুষ উভয়ই ভুল তথ্য দেয়। পুরুষেরা তাদের উচ্চতা ও নারীরা তাদের ওজন নিয়ে বেশি ভুল তথ্য। এছাড়াও উভয়ই নিজেদের বয়সও গোপন করেন। প্রকৃত বয়সের চেয়ে কয়েকগুণ কমিয়ে দেওয়ার নজিরই বেশি দেখা গেছে।

সাধারণত ডেটিং সাইটে প্রোফাইল তৈরি করার সময় ব্যবহারকারীর নিজের একটি ছবি দিতে হয়। গবেষণা বলছে, ডেটিং সাইটে নিজের আসল ছবি কম মানুষই দেয় এবং বেশিরভাগ ছবিই থাকে বিভিন্ন পদ্ধতিতে কাটছাঁট করা।

‘নিপিসিং ইউনিভার্সিটি’-র একদল গবেষক ২০১৮ সালে একটি গবেষণা করে, যেখানে অংশ নিয়েছিলো ১৮ থেকে ৪০ বছর বয়সী পুরুষ ও নারী নির্বিশেষে ৩৮৮ জন। তাদের গবেষণার বিষয় ছিল, ডেটিং সাইটে আলাপ হওয়া ব্যক্তিকে অন্ধের মতো বিশ্বাস করার পর যদি বিশ্বাস ভেঙে যায়, সেক্ষেত্রে প্রতিক্রিয়া কী হবে?

এই বিষয়ে অধিকাংশ নারীই বলেন, এই পরিস্থিতি তাদের মনে কোনো প্রভাব ফেলবে না। তবে সঙ্গীর পেশা নিয়ে মিথ্যে বললে, তাতে খারাপ লাগবে। অপরদিকে পুরুষেরা বলেন, ছবি দেখে কাউকে আকর্ষণীয় মনে হওয়ার পর যদি সে ভুল ভেঙে যায় তাতে তারা বিচলিত হয়ে পড়েন।

তাছাড়াও ২০১৫ সালের একটি গবেষণা হতে জানা যায়, নারী ও পুরুষের কাছে সঙ্গী নির্ধারণের মাপকাঠি আলাদা। পুরুষেরা নারীর বাহ্যিক রূপকেই বেশি প্রধান্য দেয়৷ অন্যদিকে নারীরা প্রধান্য দেয় ব্যক্তিত্ব ও মেধাকে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।