খবরবিনোদন জগৎ

৮ বছর পর পর্দায় মুনমুন, পোস্টার কপি করায় হচ্ছে তুমুল সমালোচনা!

চিত্রনায়িকা মুনমুনের চলচ্চিত্র জগতে প্রথম এসেছিলেন ১৯৯৬ সালে। এরপর একাধিক ব্যবসাসফল সিনেমা করার পর হঠাৎ চলচ্চিত্র থেকে হারিয়ে যান তিনি। মুনমুনকে সর্বশেষ ‘কুমারী মা’ সিনেমায় দেখা যায় ২০১৪ সালে।

এবার ৮ বছর পর আবারও তাকে দেখা যাবে বড়ো পর্দায়! মুক্তি পেতে যাচ্ছে এই নায়িকার সিনেমা ‘রাগী’। আসছে ১৪ অক্টোবরে মুক্তি পাবে মিজানুর রহমান পরিচালিত সিনেমাটি। এই সিনেমায় প্রথমবার তাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়।

সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়েছে। সেখানে তলোয়াড় হাতে রাগী চেহারায় দেখা যাচ্ছে নায়িকাকে। এরপর থেকেই পোস্টারটি ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছে। ‘রাগী’ সিনেমার এই পোস্টারের সঙ্গে দক্ষিণ ভারতীয় নির্মাতা প্রশান্ত ভার্মার ‘হনুমান’ সিনেমার পোস্টারের হুবহু মিল পাওয়া গেছে।

আরও পড়ুন# প্রথমবারের মতো ঢাকায় আসতে চলেছেন নোরা ফাতেহি!

হনুমান সিনেমার নায়িকা ভারালক্ষী সরথকুমারের মুখাবয়ব ও হাতে ডাবের ছড়ি ছাড়া বাকি সবকিছুতে হুবহু মিল রয়েছে ‘রাগী’ সিনেমার পোস্টারের সাথে। এমনকি, হাতের বালা, গলার মালা, খোঁপার ফুল, পেছনের পাহাড় ও ডানপাশে পড়ে থাকা ব্যক্তিসহ সবকিছুর মিল রয়েছে। এটিকে ফটোশপের মাধ্যমে এডিট করে ‘গলাকাটা’ পোস্টার বলে অনেকে মন্তব্য করেছে।

এই পোস্টারটি সম্পর্কে মুনমুনের কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন, সমালোচনা না হলে আলোচনায় আসা যায় না। আগে সিনেমাটি দেখুন, তারপর সমালোচনা করুন। তবে পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, পোস্টারের জন্য মুনমুনের ফটোশুট করা হয়েছিল। ডিজাইনারকে পোস্টার সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। সে তার মতো করে ডিজাইন করেছে। সেই পোস্টারটি হয়তো সে দেখেছে, তা দেখে এরকম করেছে। তবে মাথাকাটা হয়নি।

‘রাগী’ সিনেমায় নায়ক ও নায়িকা চরিত্রে আছেন আবির চৌধুরী, আঁচল আঁখি ও মৌমিতা মৌ। জাকেরা খাতুন জয়া প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎ প্রমুখ।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।