খবরবিনোদন জগৎ

‘আদিপুরুষ’-এ রাবণকে ‘ইসলামিক’-ভাবে তুলে ধরার অভিযোগ!

২০২৩ সালে মুক্তি পেতে চলা বলিউডের সিনেমা ‘আদিপুরুষ’-এর টিজার প্রকাশিত হয়েছে। তবে মুক্তির পর থেকেই এই নিয়ে চলচ্চিত্র পাড়ায় চলছে আলোচনার ঝড়। সনাতন ধর্মাবলম্বীদের রামায়ণ অবলম্বনে নির্মিত হওয়া এই সিনেমা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।

বলিউডে বেশ কয়েকদিন থেকে খুব খরা যাচ্ছে। কখনো সিনেমা বয়কট করা হচ্ছে, কখনো বা বক্স অফিসে ফ্লপ আবার কখনো তারকাদের ব্যক্তিজীবনকে ঘিরে সমালোচনা। সবকিছু নিয়েই বেশ বাজে পরিস্থিতি ছিলো বলিউডে। এবার সেই তালিকায় যুক্ত হলো নতুন আরেকটি আলোচনা।

সত্যেন্দ্র দাসের ভাষ্যমতে, ‘সিনেমা তৈরি করাটা অন্যায় নয়। তবে অকারণ বিতর্ক তৈরি করে লাইমলাইটে আসার কোনও মানেই হয় না।’ ১মিনিট ৪৬ সেকেন্ডের এই টিজারটিতে রামের ভূমিকায় দেখা গেছে প্রভাসকে। আর রাবণের ভূমিকায় ছিলেন সাইফ আলি খান।

উত্তরপ্রদেশের উপ মুখমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও বিজেপি নেতা ব্রজেশ পাঠক বলেন, ‘হিন্দুদের দেব-দেবতাদের এভাবে অপমান মেনে নেওয়া হবে না। এটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে। আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্বিত। এই ঐতিহ্যকে সিনেমার নাম নিয়ে বিকৃত করা যাবে না।’

আরও পড়ুন# প্রকাশ্য সভায় দাদু অমিতাভের সঙ্গে ঋতুস্রাব নিয়ে আলোচনা করলেন নাতনি নভ্যা!

বুধবার কেশব মৌর্য বলেন, ‘সংশোধন না করে কিছুতেই এই সিনেমা মুক্তি দেওয়া যাবে না। নাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

বিজেপির মুখপাত্র মালবিকা অবিনাশ ‘আদিপুরুষ’-এর টিজার নিয়ে বলেন, ‘আদিপুরুষের রাবণের যে ছবি দেখা যাচ্ছে তা কোনওভাবেই ভারতীয় নয়। নীল চোখ ও গায়ে চামড়ার জ্যাকেট পরা এটা আবাএ কেমন রাবণ! এখানে আমাদের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, ইতিহাস শৈল্পিকতা দেখানোর জায়গা নয়।’

এরইমধ্যে ছবির পরিচালককে আইনি নোটিসও পাঠিয়েছে তারা। সর্ব ব্রাহ্মণ মহাসভার দাবি, ‘রামায়ণ আমাদের ইতিহাস, আমাদের আবেগ। এখানে হনুমানকে মুঘলদের মতো করে দেখানো হয়েছে। কোন হিন্দু গোঁফ ছাড়া দাড়ি রাখে? ছবির রাবণ সাইফ আলি খানকে তৈমুর ও খিলজির মতো করে তুলে ধরা হয়েছে। এই ছবিতে রামায়ণকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে।’

এদিকে আদিপুরুষ নিয়ে তৈরি হওয়া বিতর্কে এখনও কোনো প্রতিক্রিয়া দেখান নি ছবির পরিচালক ওম রাউত।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।