ক্রিকেটখেলাধুলা

আসন্ন নারী এশিয়া কাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের!

আসন্ন টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বেশ ফুরফুরা মেজাজে আছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে আগামী মাস অর্থাৎ অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপ

আগের আসরে ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল টাইগ্রেসরা। ফলে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

আগামী এক তারিখ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল।

আরও পড়ুন: ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল!

এই আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে, নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন দলটার ওপরেই প্রায় ভরসা রেখেছে নির্বাচক প্যানেল।

বাংলাদেশ দলের এশিয়া কাপ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, সালমা খাতুন, সাবানা মুসতারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারাজানা আক্তার পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।

স্ট্যান্ড বাই

শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া, মারুফা আক্তার, রাবেয়া খান।


একদিকে সম্প্রতি বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি; সব মিলিয়ে এবারের আসরে ফেভারিট হিসেবেই খেলবে বাংলাদেশ নারী দল।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।