ক্রিকেটখেলাধুলা

এই দেশে যোগ্য লোকের মূল্যায়ন হয় না, হবেও না: রিয়াদের স্ত্রী মিষ্টি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচনার বিষয় মাহমুদউল্লাহ রিয়াদ। দলের সিনিয়র এই খেলোয়াড়কে বিশ্বকাপ দলে রাখা হবে কি না- সেটা নিয়েই শেষ কয়দিনে হয়েছে অনেক আলোচনা। শেষ পর্যন্ত আজ বুধবার দুপুরে মাহমুদউল্লাহকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দল থেকে বাদ পড়া নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি টি-টোয়েন্টির সাবেক এই অধিনায়ক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে এই বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

মিষ্টির মতে, এদেশে সবসময়ই যোগ্য লোকদের অবমূল্যায়ন করা হয়। এবারও তেমনটাই হয়েছে। সরাসরি কারও নাম উল্লেখ না করে, ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে নিজের ফেসবুক প্রোফাইলে মিষ্টি লিখেছেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না!………………’

আরও পড়ুন: মাহমুদউল্লাহকে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা!

জান্নাতুল কাওসার মিষ্টির আপন ছোট বোন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। তিনি নিজের বোনের স্ট্যাটাসে মন্তব্য করেছেন, ‘আরে নাহ! তাদের দলে এখন অনেক হার্ড হিটার রয়েছে। বলে বলে ছয় আর ছয়।’

প্রসঙ্গত, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ দল ঘোষণার সময় জানিয়েছেন, নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের পরামর্শ নিয়ে টিম ম্যানেজমেন্টের সর্বসম্মতিক্রমেই মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। অনেক ভালো ভালো ম্যাচ জিতিয়েছে।’

এসময় নান্নু আরও বলেন, ‘আমাদের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট এসেছে, একটা পরিকল্পনা আমাদের দিয়েছে। আগামী এক বছরের জন্য যে পরিকল্পনাটা নিয়ে আমরা আগাচ্ছি একটা আলাদা ডিরেকশনে। টিম ম্যানেজমেন্টের সবার সম্মতিক্রমে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।