খবরবিনোদন জগৎ

এখন মানসিক সাপোর্ট প্রয়োজন বুবলীর: মনিরা মিঠু

‘বুবলীর এখন পেছন ফিরে তাকানোর সময়ই নেই। ও খুবই মেধাবী, মিষ্টি মেয়ে, তার পিছুটান থাকাই উচিত না। এখন ওর শুধু সামনে এগিয়ে যাওয়ার সময়। সোজা এগিয়ে যাও, তোমার সামনে সমস্ত দরজা খোলা। বুবলীর এখন মানসিক সাপোর্ট দরকার।’

অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীকে নিয়ে এই কথাগুলো বলছিলেন অভিনেত্রী মনিরা মিঠু। মঙ্গলবার রাতে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং সেটে এসব কথা বলেছেন তিনি। এই সময় বুবলী তার পাশেই ছিলেন।

এসময় গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ জানিয়ে মনিরা মিঠু বলেন, ‘একজন শিল্পী যত বড় তারকাই হোক, সে তো একজন মানুষ। আমিও একজন মানুষ। সে যেহেতু অনুরোধ করেছে আপনাদের কাছে, আপনারা মনগড়া কিছু না লিখে বরং তাকে মানসিক সাপোর্ট দেওয়া উচিত, তাকে অনেক বেশি সাহস দেওয়া উচিত আপনাদের।’

মিঠু মনে করেন, বুবলী একজন গুণী শিল্পী। তিনি আরও বলেন, ‘আর ও যেহেতু সিনেমার সেটে আছে, অসাধারণ করছে সে। তার ব্যবহার আমার খুব পছন্দের, তার অভিনয় খুব ভালো, তার নম্রতা, তার বিনয়, তার শিষ্টাচার সবকিছুই আমার খুব পছন্দের।’

আরও পড়ুন# মা হতে চলেছেন বুবলী? শাকিবপুত্রের জন্মদিনে দিলেন সেই ইঙ্গিত!

এর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বুবলী নিজেই। মা হওয়ার গুঞ্জন নিয়ে প্রায় স্বীকারই করে ফেলেছেন এ ব্যাপারে। বুবলী স্পষ্ট করেই বলেন, ‘কিছু ব্যাপার তো আছেই।’ তিনি আরও বলেন, ‘আর আমি নিজেও একটা শুটিং স্পটে একটা কাজের মধ্যে আছি। তো সব কিছু মিলে আরও কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব।’

মিডিয়ায় দীর্ঘদিন ধরেই মা হওয়া নিয়ে আলোচনায় ছিলেন বুবলী, সন্তান জন্ম দেওয়ার জন্যই বুবলী আমেরিকায় যান গুঞ্জন উঠেছিল। তখন জানা গিয়েছিল শাকিব খান বুবলীকে আড়ালে থাকার ব্যবস্থা করে দেন।

উল্লেখ্য, শবনম ইয়াসমিন বুবলী এদেশের একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ পাঠিকা ছিলেন। তারপর তিনি সেখান হতেই চলচ্চিত্রে আসেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।