টিপস এন্ড ট্রিকসপ্রযুক্তিফিচারবিজ্ঞান ও প্রযুক্তি

কীভাবে ডাউনলোড করবেন ইউটিউব শর্টস ভিডিও?

ইউটিউব শর্টস বর্তমানে খুবই জনপ্রিয় একটি ফিচার। এই ফিচারের মাধ্যমে টিকটকের মতো শর্টস ভিডিয়ো তৈরি করে ইউটিউবে আপলোড কিরা যায়। আর এই ফিচারটি ইউটিউবপ্রেমীদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেতেছে। গুগলের মালিকাধীন প্রতিষ্ঠান ইউটিউব টিকটকের সাথে টেক্কা দিতেই ২০২১ সালে এনেছিল এই ফিচারটি।

ফিচারটি জনপ্রিয়তা পেলেও সমস্যা হয়ে দাঁড়ায় ডাউনলোড করতে না পারা। অর্থাৎ শর্টস ভিডিয়োগুলো একবার দেখা হয়ে গেলে তা আর ফোনে ডাউনলোড করে রাখা যায় না। প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলে আমরা জানবো, কীভাবে ডাউনলোড করবেন ইউটিউব শর্টস ভিডিও?

বেশ কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলেই আপনার ফোনে পছন্দের ইউটিউব শর্টসগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক পদ্ধতিগুলো—

• প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ চালু করে, চলে যান ইউটিউব অ্যাপে এবং ইউটিউব অ্যাপটি ওপেন করুন।
• এইবার আপনার পছন্দসই একটি ইউটিউব শর্টস ভিডিয়ো চালিয়ে সেটির শেয়ার বোতামে ক্লিক করুন।
• এইবার শেয়ার অপশন হতে ভিডিয়োর লিংকটি কপি করে নিন।
• এখন একটি ব্রাউজারে গিয়ে গুগলে যান এবং সার্চ অপশনে শর্টসনব ডটকম (Shortsnoob.com) ব্রাউজ করুন।
• ব্রাউজ করা হলে সার্চ অপশনের পাশে দেওয়া স্থানে ওই লিঙ্কটিকে পেস্ট করুন এবং সার্চ বার ক্লিক করুন।
• এখন ভিডিওটি ডাউনলোড করে নিন। এটি আপনাআপনি আপনার ফোনে সেভ হয়ে যাবে।

আপনার স্মার্টফোনের গ্যালারি হতে ভিডিও ফোল্ডারে গেলে ডাউনলোড করা ভিডিওটি দেখতে পাবেন। এই ভিডিও ইচ্ছামতো যে কাউকে পাঠাতে পারবেন যে কোনো সময়।

যাই হোক, আজকের মতো এখানেই। আর আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই ধরনের আরও আর্টিকেল পেতে অনুলিপির সাথেই থাকুন।

আরও পড়ুন# এবার বাজারে এসেছে বিশ্বের সবচেয়ে ছোটো স্মার্টফোন!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।