ক্রিকেটখেলাধুলা

কোহলি-গাভাস্কার দ্বন্ধ প্রকাশ্যে!

গত কিছুদিন আগে এক প্রেস কনফারেন্সে কোহলি বলেছিলেন, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট ধোনি ছাড়া কেউ তাকে টেক্সট করেনি। তার এমন বক্তব্য প্রকাশের পর ক্ষেপেছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার

কোহলি কী ধরনের বার্তা আশা করেছিলেন জানতে চেয়ে গাভাস্কার বলেন, “কাদের কাছ থেকে কোহলি বার্তা চায়, সেই খেলোয়াড়দের নাম উল্লেখ করা উচিত ছিল। আর ও তাদের থেকে কী মেসেজই বা আশা করছে? সে তো অধিনায়কত্ব ছেড়েই দিয়েছে, তাহলে ওর কীসের উৎসাহের প্রয়োজন? ওই অধ্যায়টা (অধিনায়কত্বের) তো শেষ হয়ে গেছে।”

অধিনায়কত্ব ছাড়ার পর এখন কোহলির শুধুই নিজের খেলায় মনযোগ দেয়া উচিত বলে মন্তব্য করে তিনি আরও বলেন, , ‘কোহলি এখন সাধারণ ক্রিকেটার হিসেবেও খেলছে। তাই নিজের খেলার ওপরই মনোনিবেশ করা উচিত। অধিনায়ক থাকলে তো সতীর্থদের বিষয়েও ভাবনা-চিন্তা করতে হয়। অধিনায়কত্বের অধ্যায় শেষ হয়ে গেলে নিজের খেলার ওপরই বেশি করে গুরুত্ব আরোপ করতে হয়।’

কয়েকদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলেন, ‘আমি যখন টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াই, তখন ধোনি ভাই আমাকে মেসেজ করেছিলেন। আমার ফোন নম্বর তো অনেকের কাছেই রয়েছে। কিন্তু কেউই আমাকে মেসেজ করেননি।’

আরও পড়ুন: ভারতকে হারিয়ে ফাইনালের পথে আরো এক পা এগিয়ে শ্রীলঙ্কা!

নিজের আক্ষেপ প্রকাশ করে তিনি সরাসরি বলেন, ‘অনেকে আবার টিভির সামনে, সোশ্যাল মিডিয়ায় আমাকে বিভিন্নভাবে পরামর্শ দেয়ার চেষ্টা করেছেন। আমি মনে করি কারও যদি আমাকে কিছু বলার থাকে, তাহলে তো সামনাসামনি বলতে পারতো। এভাবে টিভির সামনে এসে পরামর্শ দেয়াটা আমি ঠিক মনে করি না।’

মূলত তাদের এই পাল্টাপাল্টি মন্তব্যের জের ধরেই প্রকাশ্যে আসতে শুরু করেছে কোহলি-গাভাস্কার দ্বন্ধ।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।