ব্যবসা-বাণিজ্যশেয়ারবাজার

ঘণ্টায় সাড়ে ৪০০ কোটি টাকারও বেশি লেনদেন!

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেই দেশের পুঁজিবাজারে লেনদেন শুরুর প্রথম ঘণ্টাতেই বেড়েছে সব সূচক। উল্লেখিত সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জে (ডিএসই) সাড়ে ৪০০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে আজ।

এদিকে বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হলেও টা ধরে রাখতে পারেনি ধারাবাহিকতা, প্রথমে সূচক বাড়লেও পরে তা আবার কমে যায়। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসই’র সার্বিক সূচক ডিএসইএক্সে আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৯৩ পয়েন্টে এসে দাঁড়ি‌য়েছে।

আরও পড়ুন: ডলারের মূল্যবৃদ্ধিতে দাম কমলো স্বর্ণের!

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক প্রায় ১ প‌য়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ৩০৪ এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১২ পয়েন্টে এসে দাঁড়িয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৭টি কোম্পানির, যার মধ্যে মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১১৮টির আর অপরবর্তিত রয়েছে ১১০টি সিকিউরিটিজের বাজারদর। এই সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে প্রায় ৪৬৭ কো‌টি ৬৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যা কাছাকাছি সময়ে উল্লেখযোগ্য মার্জিন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।