ক্রিকেটখেলাধুলা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক স্পিনার!

অনুলিপি ডেস্ক: নুরুল হাসান সোহান জাতীয় দলের হয়ে নেতৃত্বের শুরুর ম্যাচে টস হেরেছেন।  জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শুরুতে বোলিং করবে তার দল।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ টি-২০ ফরম্যাটে বাংলাদেশের নতুন শুরু। ফ্যাব ফোর ছাড়াই খেলছে বাংলাদেশ। এছাড়া সিরিজটি আগামী মাসের শেষে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রস্তুতির আসরও।

প্রথম টি-২০ ম্যাচে নিয়মিত এক স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। একাদশে আছেন নাসুম আহমেদ। সঙ্গে আছেন তিন পেসার। বাকি চার ওভার সামলানোর দায়িত্ব পার্ট টাইম স্পিনার আফিফ-মোসাদ্দেকের। ব্যাটিং অর্ডারে আছেন নাজমুল শান্ত, মুনিম শাহরিয়ার।

আরও পড়ুন: ক্রিকেটারদের ‘অপেশাদার’ আচরণ পরিহার করতে অনুরোধ সুজনের!

গত বছরের টি-২০ বিশ্বকাপ মিস করেছে জিম্বাবুয়ে। তবে চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে দলটি। বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে যাওয়ার জন্য বাংলাদেশ সিরিজে ধারাবাহিকতা ধরে রেখে আত্মবিশ্বাস পাওয়া গুরুত্বপূর্ণ দলটির জন্য। নিয়মিত ক্রিকেটারদের নিয়ে ওই লক্ষ্যেই মাঠে নামবে দলটি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক, নাজমুল শান্ত, মুমিন শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।