ক্রিকেটখেলাধুলা

টস জেতা মানেই ম্যাচ জেতা?

টস, ক্রিকেটের গুরুত্বপূর্ণ একটি অংশ। সাধারণত টসে জেতা দল নিজেদের সুবিধার কথা ভেবে সিদ্ধান্ত নেয় তারা আগে ব্যাটিং করবে নাকি বোলিং। তাই টসের গুরুত্ব অস্বীকার করতে চাইবেন না কেউই।

তবে এবারের এশিয়া কাপে টস যেন হয়ে উঠেছে একটু বেশিই গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতার অন্যতম নিয়ামক। টস জিতে পরে ব্যাট করলেই মিলছে জয়। পরিসংখ্যান অন্তত সেটাই বলছে।

আসরে এখন পর্যন্ত হওয়া ১২ ম্যাচের ৯টিতেই জয় পেয়েছে পরে ব্যাট করা দলগুলো। তাই টস জিতলেই পরে ব্যাটিং নিয়েছে দলগুলো। ব্যতিক্রম ছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টস জিতেও আগে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সে ম্যাচেও জয় পেয়েছিল পরে ব্যাট করা আফগানিস্তান। শুধু তুলনামূলক দুর্বল দল হংকং দুই ম্যাচেই টসে জিতে পরে ব্যাট করেও হেরেছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি শ্রীলঙ্কা – পাকিস্তান!

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘টস অবশ্যই বড় ভূমিকা রাখছে, পরে ব্যাট করা দলগুলোই জয় পাচ্ছে। যারা পরে ব্যাট করবে, তারা অবশ্যই সুবিধা পাবে।’

শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন শানাকা অবশ্য আগেই ভেবে রেখেছেন টসে হেরে আগে ব্যাটিং করতে হলে কী করবেন তারা। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে টস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা যদি টস হেরে যাই এবং আগে ব্যাট করতে হয়, চেষ্টা করব পাওয়ার প্লে-তে যথেষ্ট রান স্কোরবোর্ডে জমা করার।’

পাকিস্তান কোচ সাকলাইন মুশতাক অবশ্য টস নিয়ে ভাবতেই নারাজ। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন হতে হলে টস নিয়ে ভাবলে হবে না। আপনাকে দুই ইনিংসই চ্যাম্পিয়ন হতে হবে। আমরা টস নিয়ে কোনো কথা বলি না, এমনকি এভাবে ভাবছিও না।’

তবে যে যাই বলুক, মরুর বুকে তাই আজও রান তাড়া করতেই মুখিয়ে থাকবে দুই দল। তবে টস হেরে গেলে দুই দলই চেষ্টা করবে পাওয়ার প্লের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।