ব্যবসা-বাণিজ্যসংবাদ

দাম কমেছে এলপিজি গ্যাসের

অবশেষে দাম কমেছে ১২ কেজির সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। আগের দাম থেকে ৩৫ টাকা কমে হয়েছে ১ হাজার ২০০ টাকা। নতুন এই দাম রোববার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে ভোক্তাপর্যায়ে কার্যকর হবে বলে জানা গেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল নতুন দাম ঘোষণা করেন।

উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বর মাসে ১৬ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের এলপিজি গ্যাসের দাম করা হয়েছিল ১ হাজার ২৩৫ টাকা। আজ থেকে যা ৩৫ টাকা কমে বিক্রি হবে।

বিইআরসি ২০২১ সালের এপ্রিল মাসে দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে। এরপর থেকে প্রতি মাসে সমন্বয় করা হয় এই দাম।

বিইআরসি সূত্র জানায়, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০০ টাকা ১ পয়সা। এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম কমিয়ে লিটারপ্রতি ৫৫ টাকা ৯২ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।

আরও পড়ুন : বিদ্যুতের দাম বাড়ছে আরও ১৫-২০ শতাংশ!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।